সচিন তেন্ডুলকর তাঁর ব্যাটিং দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছেন। মাঠে তাঁর অগণিত ইনিংস মন ছুঁয়ে গিয়েছে ভক্তদের। কিন্তু মাঠের বাইরেও সচিন কিন্তু রঙিন মেজাজের। হোলির দিনে তিনি সেটা আবারও প্রমাণ করলেন। হোলি উপলক্ষে সিক্সার কিং যুবরাজ সিংকে এমন ঘোল খাওয়ালে𒊎ন সচিন, যেটা ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার সারাজীবন মনে রাখ✱বেন।
অম্বাতি রায়ডু এবং ইউসুফ পাঠানদের সঙ্গে সচিন শুꦇক্রবার (১৪ মার্চ) রঙের উৎসব উদযাপন করেন। প্রসঙ্গত, সচিন, যুবরাজরা এখন ইন্ডিয়ান মাস্টার্স লিগে (আইএমএল) খেলতে ব্যস্ত, যে টু♐র্নামেন্টে ভারতীয় দল ফাইনালে উঠেছে।
যুবরাজের গায়ে জল ঢেলে সচিনের ছেলেমানুষি
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন সচিন। ভিডিয়োতে দেখা গিয়েছে, যুবরাজ সিংকে রুমের দরজা ধাক্কিয়ে ঘুম থেকে তুলে, পিচকিরি দিয়ে জল ঢেলে পুরো ভিজিয়ে দিচ্ছেন সচিন এবং তাঁর সঙ্গীরা। সচিন যখন তাঁর দরজা ধাক্কা দেন, তখন যুবরাজ তাঁর ঘরে ছিলেন। ঘুমোচ্ছিলেন। যুবরাজ দরজা খ꧋ুলতেই তাঁর গায়ে পিচকিরি দিয়ে জল ছেটান সচিন আর তাঁর সঙ্গীরা। পরে যুবরাজ রুম থেকে বের হলে, তাঁকে রং মাখিয়েও ভূত করা হয়। এ ছাড়া আম্বাতি রায়ডুকেও রুম থেকে বের করে ভালো করে রং মাখিয়েছেন সচিন। ইউসুফ পাঠান আবার সচিনের গায়ে এক বালতি জল ঢেলে দেন। ইন্ডিয়ান মাস্টার্স লিগের ফাইনালে ওঠার পর উৎসবের মেজাজে ছিল ভারতীয় দল।
ইন্ডিয়া মাস্টার্স ফাইনালে টিম ইন্ডিয়া
বৃহস্পতিবারই ইন্ডিয়া মাস্টার্স লিগের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে অস্ট্রেলিয়া মাস্টার্সকে একতরফা ভাবে ৯৪ রানে হারিয়ে ফাইনালে ওঠে তারা। প্রথমে ব্যাট করার সুযোগ পায় ইন্ডিয়া মাস্টার্স। অধিনায়ক সচিনের ৩০ বলে ৪২ রান এবং যুবরাজ সিংয়ের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে টিম ইন্ডিয়া ২২০ রানের বড় স্কোর করে। যুবরাজ এদিন ঝোড়ো মেজাজে ৭টি ছক্কা হাঁকান। ৩০ বলে করেন ৫৯ রান করেন🐽। সেই সঙ্গে রানের পাহাড় গড়ে ভারত।
অস্ট্রেলিয়া মাস্টার্সের বড় পরাজয়
জবাবে অস্ট্রেলিয়া মাস্টার্সের ইনিংসের শুরুটাই খুব খারাপ ভাবে ဣহয়েছিল। পাওয়ারপ্লে চলাকালীন শেন ওয়াটসন (৫) এবং শন মার্শকে (২𒉰১) আউট করে বিনয় কুমার অস্ট্রেলিয়ান দলকে চাপে ফেলে দেন। এর পর অজিরা ক্রমাগত উইকেট হারাতে শুরু করে এবং শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায়। ৯৪ রানে ম্যাচটি হেরে যায় অস্ট্রেলিয়া। শাহবাজ নাদিম চার উইকেট তুলে নেন।