আইপিএলের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। ২২ মার্চ (শনিবার) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে প্রথম ম্যাচটির হাত ধরে এই মরশুমের অভিযান শুরু হয়ে যাবে। আর মেগা টুর্নামেন্টের ১৮তম সংস্করণ শুরু হওয়ার আগে, বিসিসিআই একটি নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মে আখে🦩রে লাভবান হবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ফ্র্যাঞ্চাইজিগুলি এখন থেকে অস্থায়ী ভাবে প্লেয়ার পরিবর্তন করতে পারবে। এমন কী একটি ম্যাচের জন্যও তারা প্লেয়ার নিতে পারবে। তবে এর জন্য বিশেষ কি💧ছু শর্তও থাকবে।
আরও পড়ুন: বলি তারকা সলমন নন, ২২ গজের আসল সিকান্দারকে খুঁজে দিল ICC, নেটপাড়া বলল ‘যোগ্য ব্যকꦆ্তি’
নতুন নিয়ম বোর্ডের
এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্লেয়ার পরিবর্তন করতে হলে, পরিবর্তিত প্লেয়ারকে বাকি মরশুম বা🉐 গোটা মরশুমের জন্য রেখে দিতে হত। যেমন- কোনও প্লেয়ার যদি চোট পেয়ে বা অন্য কোনও কারণে মরশুমের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে ছিটকে যেত, তখন তাঁর পরিবর্তে যাঁকে দলে নেওয়া হত, তাঁকে কমপক্ষে বাকি মরশুম স্কোয়াডে রেখে দিতে হত। যাইহোক ক্রিকবাজ তাদের একটি প্রতিবেꦛদনে যা দাবি করেছে, সেটা অনুসারে, বিসিসিআই একটি অনন্য নিয়ম নিয়ে এসেছে। এক্ষেত্রে একটি ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্যই অস্থায়ী ভাবে একজন প্লেয়ারকে স্বাক্ষর করাতে পারে, তবে নিয়মটি শুধুমাত্র উইকেটরক্ষকদের জন্য প্রযোজ্য।
আরও পড়ুন: কেন✃ রোহিত অবꦫসর নেবেন? নিন্দুকদের মুখে ঝামা ঘষে ভারত অধিনায়ককে নিয়ে বড় দাবি করলেন প্রোটিয়া তারকা
যদি কোনও একটি ফ্র্যাঞ্চাইজি দলের সব উইকেটরক্🍎ষক চোটের কারণে ছিটকে যান, তবে তাদেরকে আইপিএল ২০২৫-এর নিলামে অবিক্রিত একজন উইকেটরক্ষককে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে। যাঁর দাম চোট পেয়ে ছিটকে যাওয়া প্লেয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ফ্র্যাঞ্চাইজিটি মূল প্লেয়ার ফিট না হয়ে ওঠা পর্যন্ত বিকল্প উইকেটরক্ষককে দলে রাখার সুযোগ পাবে। এবং🌜 মূল উইকেটকিপার সুস্থ হয়ে ফিরলে, পরিবর্তে দলে নেওয়া কিপারকে ছেড়ে দেওয়ার সুযোগ থাকবে। তবে এই বিকল্প প্লেয়ারকে শুধুমাত্র ভারতীয়ই হতে হবে। এমন কী বিদেশি প্লেয়ারকে প্রতিস্থাপন করলেও, ভারতীয় উইকেটকিপারই নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।
আরও পড়ুন: BCCI-এর কেন্দ্রীয় চুক্তি হারাতে পারে বেশ কিছু বড় নাম, ২ কোটির ক্ষতি🗹 হতে পারে রোহিত, জাদেজাদের
বিসিসিআই প্রতিস্থাপন পুল গঠন করবে
ক্রিকবাজের রিপোর্টে আরও বলা হয়꧅েছে যে, বিসিসিআই ২০২৫ আইপিএল নিলামে অবিক্রিত থাকা൲ প্লেয়ারদের একটি পুল তৈরি করবেষ দলগুলোকে জানানো হয়েছে, যদি তাদের বদলির প্রয়োজন হয়, তবে এই পুল থেকে একজন খেলোয়াড়কে বেছে নিতে হবে। তবে ফ্র্যাঞ্চাইজিটির ১২তম ম্যাচের আগে যদি কোনও খেলোয়াড় ব্যক্তিগত কারণে বা জাতীয় দায়িত্বের কারণে দল ছেড়ে দিলে বা চোট পেয়ে ছিটকে গেলে, তবেই দলগুলি স্কোয়াডে কোনও খেলোয়াড়কে বিসিসিআই-এর তৈরি করে দেওয়া পুল থেকে প্রতিস্থাপন করতে পারবে। এটা অবশ্য শুধু উইকেটকিপার নন, সব ধরনের ক্রিকেটারের জন্য প্রযোজ্য। মোদ্দা কথা, আইপিএল-এর দলগুলিকে আরও সুবিধে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।