Updated: 14 Mar 2025, 11:00 PM IST
Laxmishree Banerjee
'বুড়া না মানো হোলি হ্যায়', হোলির সকাল আরও রঙিন। ভারতজুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে দোল উৎসব। খুশির দোলে মেতে সারা ভারত। নদীয়ার অন্যতম ধর্মীয় স্থান শ্রীধাম মায়াপুরে মহাসাড়ম্বরে পালিত হচ্ছে দোল উৎসব। রামকৃষ্ণ মন্দিরে সন্ন্যাসী মহারাজ সংগীতা অনুষ্ঠানের মাধ্যমে বেলুড় মঠে নজরে শুভ দোলযাত্রা অনুষ্ঠান। মথুরা-বৃন্দাবনে রঙের খেলায় মেতেছেন ভক্তেরা। মুম্বইয়ের জুহু বিচে উদযাপন করা হচ্ছে খুশির দোল। হোলি উপলক্ষে উজ্জয়িনীতে পুরোহিতরা মহাকালের 'রুদ্রাভিষেক'ও ছিল নজরকাড়া।