গত বছ🐠রই জানা গিয়েছিল তাঁরা প্রেম করছেন। তারপর থেকে বিশেষ রাখঢাক আর করেননি অভিনেত্রী। বরং সুমিত এবং তাঁর নানা মুহূর্তের ছবি নানা সময় সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। দোলের দিনও সেটার অন্যথা হলে না। কিন্তু এদিন তিনি একটি বিশেষ চমক দিলেন।
আরও পড়ুন: 'এটুকুই তো꧙ আবদার' বলে দোলে একি কাণ্ড ঘটালেন অঙ্কুশ! জিয়াগঞ্জের রাস্তায় অরিজিৎকܫে পাকড়াও করে চলল হোলি খেলা
আরও পড়ুন: শিশুদের সঙ্গে রং খেললেন রচনা,ܫ বাড়িতে পোষ্যদের সঙ্গেই হইচই মিমির! দোলে কী করলেন মানালি?
কী ঘটেছে?
ঋতাভরী চক্রবর্তী এদিন তাঁর দোল উদযাপনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানেই দেখা গেল এবারের দো🍃ল তিনি তাঁর বিশেষ মানুষের সঙ্গেই কাটিয়েছেন। নানা রঙে রঙিন হয়ে সুমিতের সঙ্গে বিভিন্ন পোজ এবং মুডে ধরা দিলেন অভিনেত্রী। তবে ক্যাপশনে মজার ছলে প্রেমিকের পদবীর সঙ্গে নিজেকে জুড়ে নিলেন। কী লিখেছেন? এদিন তিনি তাঁর এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'হ্যাপি হোলি ফ্রম আরোরা অ্যান্ড কোম্পানি অ্যান্ড চক্রবর্তী প্রাইভেট লিমিটেড।' অনেকেই এদিন ঋতাভরীকে তাঁর এই পোস্টে দোলের শুভেচ্ছা জানিয়েছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কিছু দিন আগেই একটি পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে তিনি পায়ে চোট পেয়েছেন। তাই তাঁকে বিশ্রামে থাক♈তে হবে। ভ্যালেন্টাইন্স ডের সময় তিনি তাঁর সেই আঘাতের কথা জানিয়ে লেখেন, 'আমি এটা প্ল্যান করিনি। এই বছর এমনিও ভ্যালেন্টাইন্স ডে রোম্যান্টিক ভাবে কাটত না। কিন্তু ভাবিনি তাই বলে বিষয়টা এতটা কষ্টদায়ক হবে। ব্যাপারটা ভয়াবহ না হলেও বেশ খারাপ। হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না। এমনকি আমার আজকের শ্যুটিং ক্যান্সেল করতে হয়েছে কারণ আমায় হাঁটতে নিষেধ করা হয়েছে। অ্যাক্সিডেন্ট ভুলভাল সময়ই আমার সঙ্গে মোলাকাত করতে আসে। আমার আজকে আইস প্যাক আর পেইন কিলারের সঙ্গে ডেট চলছে। টাটা।' তবে এদিনের ছবিগুলো দেখে বোঝা গেল বর্তমানে ঠিক আছেন ঋতাভরী।
প্রসঙ্গত ঋতাভরী চক্রবর্তীকে দর্শকরা শেষবার বহুরূপী ছবিতে দেখেছেন। ২০২৪ সালের পুজোর সময় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজের সেই ছবি। বহুরূপীর গান মুক্তির সময়ই সুমিতের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। যদিও তাঁরা বহুদিনের বন্ধু। আর সেই বন্ধুত্বই পরে প্রেমে গড়াযℱ়। আগামীতে ঋতাভরী চক্রবর্তীর হাতে একাধিক কাজ রয়েছে।