শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে টসের সময় ক্যামেরায় কয়েন না দেখানো নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠেছে। সকলেই প্রশ্ন তুলেছেন। আসলে টসের সময়ে হার্দিক 𒁃পান্ডিয়া কয়েনটি হাওয়ায় ছুঁড়ে দেন এবং কয়েনটাকে অনেক দূরে ছুঁড়ে ছিলেন হার্দিক। তবে এরপরে যখন কয়েনটা মাটꦛিতে এসে পড়তেই ম্যাচ রেফারি এমন একটি কাজ করেন যা নিয়েই উঠছে প্রশ্ন।
আরও পড়ুন… IPL 2024: বয়স ১০৩ বছর! CSK-এর সুপার ফ্য🌺ানের জন্য বিশেষ উপহার পাঠালেন মহেন্দ্র সিং ধোনি
ঘটনাটি কী ঘটেছিল?
আসলে কয়েনটি মাটিতে পড়ার পরে কয়েনটিকে ঘিরে দেন ম্যাচ রেফারি, ক্যামেরার সামনে বাধা হয়ে দাঁড়ান তিনি। 💎যখন ক্য়ামেরা কয়েনের দিকে যায় ততক্ষণে কয়েনটিকে হাতে তুলে নিয়েছেন ম্যাচ রে🔯ফারি। এবং হার্দিককে জয়ী হিসাবে ঘোষণাও করে দিয়েছিলেন। এর ফলে ক্রিকেট ভক্তরা টসের রেজাল্ট ক্যামেরার মাধ্য়মে নিজেদের স্ক্রিনে দেখতে পাননি। এটি আসলে হেড হয়েছিল নাকি টেল না দেখতে না পাওয়ার জন্যই অনেকে প্রশ্ন তুলছেন।
আরও পড়ুন… বিপদের মুখে পাকিস্তানের ফাস্ট বোলারের ভবিষ্যত!ღ সামনে এল ভুল চিকিৎসার চাঞ্চল্যকর তথ্য প্রমাণ
টসের সময় কী হয়েছিল?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া কয়েনটি উঁচুতে ছুড়ে দেন, যার পরে শ্রেয়স আইয়ার হেডের কল করেন। কিন্তু ম্যাচ রেফারি বলেন যে এটি টেল এসেছে এবং হার্দিক টস জিতেছে, যদিও রেফারি ক্যামেরা পৌঁছানোর আগেই কয়েনটি তুলে নেন এবং নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। এই ভিডিয়ো দেখে ভক্তেরা টসটিকে ফিক্সিং বলে সন্দেহ করছেন। আইপিএলের শেয়ার করা ভিডিয়োতে ভক্তেরা ফিক্সিংয়ের অভিযোগ তুলছেন। চলতি মরশুমে বেশ কয়েকটি ম্যাচে কয়েন টিভিতে টসের পর দেখানো হয়েছিল। তবে এই ম্যাচে কেন টসের রেজাল♉্ট দেখানো হবে না তা নিয়ে ভক্তেরা প্রশ্ন তুলছেন।
টস ম্যাচে কতটা প্রভাব ফেলেছে
কারণ এই দিনের ম্যাচটিতে টস একটি বড় ভূমিকা পালন করেছে। কারণ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন হার্দিক। মুম্বই ক্যাপ্টেনের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা এদিন প্রমাণিত হয়ে যায়। ১৯.৫ ওভারে মাত্র ১৬৯ রানে কলকাতা নাইট রাইডার্সকে অল আউট করে দেয় মুম্বই। বেঙ্কটেশ আইয়ারের ৫২ বলে ৭০ রান ও মনীশ পান্𝓡ডের ৩১ বলে ৪২ রান বাদ দিলে বলার মতো স্কোর কেউই করতে পারেননি। জসপ্রীত বুমরাহ ও নুওয়ান থুশারা তিনটি করে উইকেট পেয়েছেন। হার্দিক দুটি ও চাওলা ১ উইকেট শিকার করেন। আন্দ্রে রাসেল রান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন।
আরও পড়ুন… T20 WC 2024: রিঙ্কুকে দেখতে পেয়েই ডেক🥀ে নিয়ে গিয়ে কথা বললেন রোহিত, অভিমান ভা🎐ঙানোর চেষ্টা?