রবিবার রাতে লখনউয়ের একানা স্টেডিয়াম কি ক্রিকেট মাঠের পরিবর্তে জিমন্যাস্টিকের ফ্লোর হয়ে গিয়েছিল? কেকেআর-এর ২৭ বছরের রমনদীপ সিংয়ের ক্যাচ দেখে এই প্রশ্নটি মনে আসতে বাধ্য। রমনদীপ ক্যাচ ধরলেন নাকি, জিমন্যাস্টিক করলেন! মিচেল স্টার্কের বলে রমনদীপের চোখধাঁধানো ক্যাচে ♊��ঘোর লেগে গিয়েছে ক্রিকেট মহলের।
রমনদীপের চোখ ছানাবড়া করা ক্যাচ
এদিন লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল। ম্যাচের দ্বিতীয় ইনিংস অর্থাৎ লখনউয়ের ব্যাটিংয়ের সময়ে আত্যাশ্চর্য ক্যাচটি ধরেন রমনদীপ। তখন লখনউয়ের ইনিংসের দ্বিতীয় ওভারের খেলা🦋 চলছে। ওভারের শেষ স্ট্রাইকে ছিলেন আর্শিন কুলকার্নি।♋ মিচেল স্টার্ক মিডল এবং অফে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন। আর্শিন এটিকে লেগ সাইডের দিকে ফ্লিক করার চেষ্টা করেন। বলটি অনেক উপরে উঠলেও, বাউন্ডারি পার করতে পারেনি। বরং ক্যাচ হয়ে যায়। তবে সেই ক্যাচ মোটেও সহজ ছিল না।
আরও পড়ুন: মুস্তাফিজুর, চাহারের পর ফের বড় ধাক্কা খেল CSK, চোট সারাতে দেশে ফিরে গে⭕লেন লঙ্কান পেসারও
রমনদীপ পিছনের দিকে অনেকটা ছুটে যান। ডাইভ দিয়ে দুরন্ত গতিতে ক্যাচটি ধরেন। আন্দ্রে রাসেলও ক্যাচটি ꧂ধরার জন্য দৌড়ে এসেছিলেন। কিন্তু রমনদীপ যে ভাবে ক্যাচটি নেন, তাতে ক্যারিবিয়ান তারকারও চোখ ছানাবড়া হয়ে যায়। কারণ রাসেল সবচেয়ে কাছ থেকে রমনদীপকে এই অবিশ্বাস্য ক্যাচটি ধরতে দেখেছিলেন। এই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় নেয়নি। এমন একটি ক্যাচ দেখে রমনদীপে মুগ্ধ সকলেই। নিঃসন্দেহে এই ক্যাচটিকে টুর্নামেন্টের সেরা বললে, এতটুকু অত্যুক্তি হবে না।
রমনদীপের ক্যামিও ইনিংসেই ২৩০ পার কেকেআর-এর
এদিন শুধু ক্যাচ নিয়ে🐼 নয়, ব্যাট হাতেও সকলকে চমকে দিয়েছেন রমনদীপ। সাতে ব্যাট করতে নেমে তিনি ৬ বলে অপরাজিত ২৫ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে রয়েছে ৩টি ছক্কা এবং একটি চার। আর রমনদীপের এই ইনিংসের হাত ধরেই কেকেআর ২৩০ রানের গণ্ডি টপকে যান। টস হেরে এদিন ব্যাট করতে নেমে ৬ উইকেট হা🍌রিয়ে কলকাতা নাইট রাইডার্স ২৩৫ রানের বিশাল স্কোর করে।
আরও পড়ুন: ১১꧟টি ম্যাচের মধ্যে দশটিতেই টসে হার, দু'বছর আগের RR-এর অবাঞ্ছཧিত রেকর্ড ছুঁল রুতুরাজের CSK
এদিন টস হেরে কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন ফিল সল্ট এবং সুনীল নারিন। ৫টি চার, একটি ছক্কার হাত ধরে ফিল সল্ট ১৪ বলে ৩২ করে আউট হন। এর পর ৩৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুনীল নারিন। এছাড়া ২৬ বলে ৩২ করেছেন আংকৃষ রঘুবংশী। ১৫ বলে ২৩ করেছেন শ্রেয়স আইয়ার। এছাড়া রমনদীপের ক্যামিও ইনিংস তো রয়েছেই। এর বাইরে বাকিরা ২০ রানেও পৌ💖ঁছতে পারেননি।