শুভব্রত 🧸মুখার্জি: চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে সোমবার ২২ গজে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর তাদের কাছে এই ম্যাচে জয় পাওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সোমবার ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির প্রতিপক্ষ ছিল পঞ্জাব কিংস দল। আর এই ম্যাচে কিপিং গ্লাভস হাতে দুরন্ত ফর্মে ছিলেন আরসিবির তারকা অনুজ রাওয়াত। গত ম্যাচে সিএসকের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করার পরে এদিন কিপার হিসেবে দারুণ পারফরম্যান্স করলেন তিনি। গুরুতর চোটের ঝুঁকিকে কার্যত পাত্তা না দিয়ে তিনি নিলেন অনবদ্য একটি ক্যাচ।
এদিন ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস। আর তাদের ইনিংস চলাকালীন এই অনবদ্য ক্যাচটি নেন অনুজ। ঘটনাটি ঘটেছে পঞ্জাব কিংসের ব্যাটিংয়ে ১৮ তম ওভারে। ক্রিজে তখন রয়েছেন স্যাম কারান এবং জিতেশ শর্মা। দুজনেই তখন বেশ আক্রমণাত্মক মুডে ব্যাট করছিলেন। তার উপর গত ম্যাচে কারান ব্যাট হাতে ভালো পারফরম্🌌যান্স করেছিলেন। খেলেছেন ৬৩ রানের এক ইনিংস। মূলত তাঁর ইনিংসে ভর করেই দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতেছিল পঞ্জাব। সোমবারের আরসিবি বনাম পঞ্জাব ম্যাচে ১৭.৩ ওভারের খেলা তখন হয়ে গিয়েছে। পঞ্জাবের স্কোর ১৫০ রান ছুঁয়েছে। যশ দয়াল ১৭.৪ ওভারের বলটি করেন স্যাম কারানকে। মাঝ পিচে বল করে বলকে বাউন্স করান দয়াল। সেই বলকেই পুল করতে গিয়ে কারানের ব্যাটের টপ এজ লাগে। বলটি যায় কিপারের দিকে। অনুজ প্রথমে তাঁর স্পট জাম্পে একটু ভুল করলেও পরে তা শুধরে নিয়ে উচ্চতায় ওঠার সঙ্গে সঙ্গে নিজের শরীরকে পিছন দিকꦡে ছুঁড়ে দিয়ে এক হাতে অনবদ্যভাবে তালুবন্দি করেন স্যাম কারানের ক্যাচ।
ঘটনাচক্রে ক্যাচটি ধরে যখন মাটিতে 'ল্যান্ড' করছেন অর্থাৎ নামছেন অনুজ তখন তাঁর 'ল্যান্ডিংটা' বেশ 'হার্ড' হয়। অর্থাৎ সজোরে এসে মাটিতে ল্যান্ড করেন তিনি। আরসিবি এবং অনুজের ভাগ্য 𒊎ভালো যে তাঁর পায়ে বা হাঁটুতে কোনও রকম কোন চোট আসেনি। তবে গুরুতর চোটের ঝুঁকিকে যেভাবে পাত্তা না দিয়ে দলের খাতিরে নিজের শরীর ছুঁড়ে দিয়ে অনবদ্য ভঙ্গিমায় ক্যাচটি সম্পূর্ণ করেছেন অনুজ, তা প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। এদিন ম্যাচে পঞ্জাব প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান করেছিল। পঞ্জাবের হয়ে অধিনায়ক শিখর ধাওয়ান ৪৫, জিতেশ শর্মা ২৭ এবং প্রভসিমরন সিং ২৫ রান করেছিলেন। জবাবে ছয় উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে জয় ছিনিয়ে নেয় আরসিবি।