শুভব্রত মুখার্জি:- গত সপ্তাহেই একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যায় ভারতীয় দলের অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার রোহিত শর্মা যখন ম্যাচের আগে মাঠে কথা বলছিলেন তখন তাঁর দিকে ক্যামেরা কাঁধে এগিয়ে আসেন ব্রডকাস্টারের এক ক্য🦩ামেরাম্যান। যাকে লক্ষ্য করে রোহিতকে বলতে শোনা যায়, ‘ভাই অডিও মিউট কর। একটা অডিও আমার ১২টা বাজিয়ে দিয়েছে।’
এই ঘটনার পরেই রোহিতের গোপনীয়তা ভঙ্গের অভিযোগ ওঠে। স্টারের বিরুদ্ধে অডিও লিক করে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ উঠে🌜ছে। যার বিরুদ্ধে এবার এক বিবৃতি দিয়ে তাদের দিকটি স্পষ্ট করেছে স্টার স্পোর্টস ইন্ডিয়া।
রোহিতের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার স্টারের তরফে জানানো হয়েছে, ‘গতকাল থেকে একটি ক্লিপ সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে। যেখানে একজন জনপ্রিয় সিনিয়র ভারতীয় ক্রিকেটারকে দেখা গিয়েছে। ওই ক্লিপটি নেওয়া হয়েছিল একটি অনুশীলনের সেশন চলার সময়ে। ১৬ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ক্লিপটি নেওয়া হয়। যেখানে কয়েক মুহূর্তের জন্য ওই ক্রিকেটারকে দেখা যাচ্ছ🌼ে সাইডলাইনের ধারে তাঁর সতীর্থদের সঙ্গে আড্ডা দিতে। এই আড্ডার কোন অডিও রেকর্ড করাও হয়নি বা সম্প্রচারও করা হয়নি। ক্লিপে শুধুমাত্র এটাই দেখা গিয়েছে ওই সিনিয়র ক্রিকেটার অনুরোধ করছেন যাতে তাঁর ওই সময়ের অডিও রেকর্ড করা না হয়। সেই অংশটুকুই খালি ম্যাচের আগের যে অনুষ্ঠান থাকে সেখানে দেখানো হয়েছে। এর পিছনে আর কোন এডিটরিয়াল গুরুত্ব ছিল না ওই ক্লিপের। প্রফেশনাল কন্ডাক্টের খুব উচ্চমান আমরা সবসময়ে বজায় রাখি।’
তাদের তরফে আরো লেখা হয়, ‘𓂃গোটা বিশ্বজুড🍷়ে আমরা খেলা কভার করার সময়ে এটা মেনে চলি। ফ্যানদেরকে ক্রিকেটের সঙ্গে আমরা যেমন যুক্ত করি ঠিক তেমনভাবে আমরা ক্রিকেটারদের গোপনীয়তাও রক্ষা করে চলি। আর এই বিষয়টিতে ব্রডকাস্টার হিসেবে আমরা যথেষ্ট দায়িত্বশীল।’
উল্লেখ্য বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে রোহিত লেখেন, 'স্টার স্পোর্টসকে অডিও রেকর্ড না করার অনুরোধ করার পরেও দেখলাম বিষয়টি অন এয়ার দেখানো হয়েছে। যা গোপনীয়তা ভঙ্গ করা ছাড়া আর কিছু নয়। এক্সক্লুসিভ কনটেন্ট পাওয়ার চক্করে এই গোপনীয়তা ভঙ্গ করা হয়েছে। এইভাবে চলতে থাকলে একদিন সমর্থক, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক রয়েছে তা ꧋ভেঙে যাবে।'