Bias theory emerging: রিকি পন্টিং যা করেছেন তা দেখে সকলেই অবাক হতে পারেন। কারণ পঞ্জাব কিংসের কোচ হওয়ার পরে নিলাম টেবিল থেকে আট জন বিদেশি ক্রিকেটারদের বেছে নিয়েছেন, তার মধ্যে পাঁচ জনই হলেন অস্ট্রেলিয়ার। এরপরেই নিলাম টেবিলে পক্🔥ষপাতের প্রশ্ন উঠছে। চলুন দেখে নেওয়া যাক বাকি দলের বিদেশি কোচেরা নিজের পদের ব্যবহার করে নিজেদের দেশের ক্রিকেটারদের জন্য আইপিএল-এর দরজা খুলে দিলেন কিনা।
পঞ্জাব কিংস-
পঞ্জাব কিংস দলের নতুন কোচ হয়েছেন রিকি পন্টিং, আর কোচ হয়েই সকলকে অবাক করলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন তারকা। দল কোটার আট বিদেশিকেই দলে নিয়েছে,আর সেই আট জনের মধ্যে পাঁচ জন হলেন অস্ট্রেলিয়ার। বাকি তিনজন হলেন একজন দক্ষিণ আফ্রিকার, একজন নিউজিল্যান্ডেরꦿ ও বাকি একজন আফগানিস্তানের।
দেখে নিন পঞ্জাব কিংসের বিদেশিদের তালিকা-
জোশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল (স্পিন), মা𝕴র্কাস স্টইনিস (পেস), মার্কো জানসেন (পেস) আজমতউল্লাহ ওমরজাই (পেস), অ্যারন হার্ড🐲ি (পেস), লকি ফার্গুসন, জেভিয়ার বার্টলেট
এই দল বাছার পরেই সামালোচকরা বলছেন𓄧 তাহলে কি ফ্র্যাঞ্চাইজিতে যেই দেশের কোচ রয়েছেন সেই দলে কোচের দেশের ক্রিকেটারের সংখ্যা বেশি হবে।
চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংসের কোচিং দায়িত্বে রয়েছেন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ও অস্ট্রেলিয়ার মাইকেল হাসি। এই দলে মাথিসা পথিরানা, স্যাম কারান, জেমি ওভারটন 𝕴ও নূর আহমেদ বাদে বিদেশিদের তালিকায় এই দুꦗই দেশের ক্রিকেটারদেরই দেখা যাচ্ছে।