চেন🐲্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে ফিরলেন স্যাম কারান, ধোনির সঙ্গে রাতেও প্র্যাকটিসে মগ্ন ইংল্যান্ডের অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের (CSK) হলুদ জার্সিতে ফিরে এলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। এর ফলে আবারও ভারতের কিংবদন্তি ক্রিকেটার এবং CSK-এর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেলেন স্যাম কারান। এর আগে ২০২০ ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন স্যাম কারান। এরপর পঞ্জাব কিংসের হয়ে একটি মরশুম কাটিয়েছিলেন তিনি।
চেন্নাই সুপার কিংসে ফেরার পর🌟 দারুণ সময় কাটাচ্ছেন স্যাম কারান। এক সাক্ষাৎকারে স্যাম কারান জানান, ধোনি অনেক রাত পর্যন্ত অনুশীলন করছেন, যাতে নতুন মরশুমের আগে নিজের সেরা ছন্দে ফিরে আসতে পারেন। CSK তাদের আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে ২৩ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
আরও পড়ুন … লক্ষ্য বাংলা ফুটবলের উন্নয়ন, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরেই ম্যান সিটি๊র সঙ্গে চুক্তি টেকনো ইন্ডিয়া গ্রুপের
রাত ১১:৩০ টায় ব্যাটিং করছিলেন ধোনি- স্যাম কারান
স্কাই ক্রিকেটে নাসের হুসেনের সঙ্গে কথা বলার সময়ে স্য়াম কারান বলেন, ‘সে দিন রাতে আমি ধোনি আর জাদেজার (রবীন্দ্র জাদেজা) সঙ্গে রাত ১১:৩০ টায়ಌ ব্যাটিং করছিলাম। আম꧅ি ভাবছিলাম, পৃথিবীর আর কোথায় এমনটা হয়? লাইট জ্বলছিল, আমরা শুধু বলকে চারদিকে মারছিলাম।’
স্যাম কারান আরও বলেন, ‘দলের স্থানীয় খেলোয়াড়রা 💮শুধু বসে ধোনিকে দেখছিল। ওর একটা আলাদা চার্ম আছে। ধোনির সঙ্গে কথা বলা খ♏ুব সহজ, এবং সে সবসময় শান্ত থাকে। এত বড় বড় ম্যাচে থেকেও কখনও নার্ভাস হয় না।’
আরও পড়ুন … ভিডিয়ো: ছক্কা মেরে নাসিম শাহের ম🐟োবাইল ভেঙে দিলেন মহম্মদ 🍸রিজওয়ান! কী হল তারপর?
ধোনির শান্ত স্বভাবের প্রশংসা করলেন স্যাম কারান
মহেন্দ্র সিং ধোনির অনবদ্য শান্ত মেজাজের প্রশংসা করেন ২৫ বছর বয়সি স্যাম কারান। ভারতের হয়ে বিশ্বকাপ জিতানো থেকে শুরু করে C🅠SK-কে পাঁচটি আইপিএল শিরোপা এনে দেওয়া পর্যন্ত, ধোনি সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন। স্যাম কারান বলেন, ‘আমি মনে করি, ধোনির মুখে কখনও বেশি আবেগ ফুটে ওঠে না।’
তিনি আরও বলেন, ‘এไমনকি এখন হোটেলেও, ছেলেরা বলে ধোনি তার দরজা খোলা রাখে। সকলেই তার ঘরে গিয়ে ফিফা খেলে, ক্রিকেট নিয়ে কথা বলে। কিন্তু ধোনি বাইরে বের হতে পারে না,🅠 কারণ বেরোলেই হাজার হাজার ভক্ত তাকে ঘিরে ফেলে।’
আরও পড়ুন … New Super Over Rules: IPL 2025-এ ক꧒তক্ষণের মধ্যে সুপার ওভার শেষ করতে হবে? নতুন নিয়ম প্রকাশ করল🐈 BCCI