২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের পর আরসিবি খেলোয়াড়রা ৬ দিনের বিরতি পেয়েছে। তাদের পরবর্তী ম্যাচ চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এর মাঝেই আরসিবি-র এক তরুণ প্লেয়ার একেꦗবারে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন। সেই তরুণ প্লেয়ারের কাণ্ড দেখে সকলেই চমকে উঠেছেন।
আরসিবি-র সেই তরুণ প্লেয়ার হলেন স্বস্তিক চিকারা। তাঁকে আইপিএল ২০২৫-এর মেগা নিলামে বেস প্রাইস ৩০ লাখে কিনেছে আরসিবি। কিন্তু 🌼তিনিই দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে এমন কিছু করেছেন, যাতে সকলে হতবাক। তিনি কোহলির গোপনীয়🍨তাকে ভঙ্গ করেছেন।
আরও পড়ুন: শুভমনের ডেরায় দাদাগিরি শ্রেয়সের, আমেদাবাদের মাঠে সর্বোচ্চ 💫স্কোরের নজির গড়ে GT-কে হারাল PBKS
কী করেছেন স্বস্তিক চিকারা
ইডেনে আরসিবি-র ড্রেসিংরুমে কাণ্ডটি ঘটান স্বস্তিক। বিরাট কোহলিকে না বলেকয়ে তাঁর ব্যাগ খুলে, কিংবদন্তির পারফিউম গোটা গায়ে মাখেন ১৯ বছরের স্বস্তিক। তখন সেখানে দলের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কোহলিও উপস্থিত ছিলেন। স্বস্তিকের এই সাহস দেখে যশ দয়াল থেকে শুরু করে অধিনায়ক রজত পতিদার অবাক। তাঁরা যেন নিজেদের চোখকেই বিশ্বাস করত𒊎ে পারছিলেন না।
আরসꦜিবি বোলার যশ দয়াল এই বিষয়ে জানিয়েছেন, ‘কলকাতায় আমাদের শেষ ম্যাচের পরে আমরা ড্রেসিংরুমে বসে ছিলাম। ও গিয়ে বিরাট কোহলির ব্যাগ থেকে একটা পারফিউমের বোতল বের করে আনে এবং জিজ্ঞেস না করেই ব্যবহার করে।’
রজত পতিদার আবার বলেন, ‘বিরাট ভাইও সেখানে বসেছিল। এই অবস𓃲্থায় আমি ভাবছিলাম ও কি করছে।’
স্বস্তিক চিকারাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘তিনি তো আমাদের বড় ভাই। নয় কি? তাই আমি দেখছিলাম যে, ও খারাপ কিছু ব্যবহার করে কিনা। আꦜমি শুধু একটু পরীক্ষাই করেছি। এর পর বিরাট ভাই জিজ্ঞেস করলেন, কেমন লাগল? আমি বললাম, খুব ভালো। ✅আমি শুধু পরীক্ষা করছিলাম। ’ আসলে পুরো ঘটনাটাই মজা করে। এর মধ্যে সিরিয়াস কোনও বিষয়ই ছিল না।
স্বস্তিক চিকারা কে?
প্রসঙ্গত, স্বস্তিক এখনও পর্যন্ত মাত্র দু'টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এছাড়া ৬টি লিস্ট এ এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উত্তরপ্𒆙রদেশের হয়ে খেলেন স্বস্তিক। তিনি বীরেন্দ্র সেহওয়াগের ভক্ত।
দারুণ ছন্দে ২০২৫-এ আইপিএল অভিযান শুরু করেছেন কোহলি
কোহলির দল আরসিবি গত বছরও ট্রফি ছুঁতে পারেনি ঠিকই, তবে দলের প্🌸রাক্তন অধিনায়ক কিন্তু দুরন্ত ছন্দে ছিলেন। মোট ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন তিনি। এবারও একই গতিতে ন𝓡িজের অভিযান শুরু করেছেন কিং কোহলি। উদ্বোধনী ম্যাচে কেকেআরের বিরুদ্ধে একটি ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন কোহলি। ৩৬ বলে চারটি বাউন্ডারি এবং তিনটি ছক্কার হাত ধরে তিনি ৫৯ রান করে অপরাজিত থাকেন।