শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে আয়ারল্যান্ড সফরে গিয়েছে ইংল্যান্ডের মেয়েদের সিনিয়র ক্রিকেট দল। ডাবলিনের ক্লোনটার্ফে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুဣখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচেই ইতিহাস রচনা করল আয়ারল্যান্ডের সিনিয়র মহিলা ক্রিকেট দল। তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তারা হারিয়ে দিল ইংল্যান্ডকে। টানটান উত্তেজনার ম্যাচে একেবারে শেষ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল তারা।
মেয়েদের ক্রিকেট ইতিহাসে আইরিশরা গড়ল এক নয়া নজির। শেষ ওভারে তাদ♈ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। একটা সময়ে জয়ের জন্য ꦿসমীকারণ দাঁড়ায় দুই বলে দুই রান। সেই জায়গায় দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে ক্রিস্টিনা কুল্টার রিলি আইরিশদের হয়ে এক স্মরণীয় জয় ছিনিয়ে নেয়। ম্যাডি ভিলার্স রান আউট করার চেষ্টা করেছিলেন আইরিশ ব্যাটারদের। তিনি সেই চেষ্টাতে অসমর্থ হন। তাঁর থ্রোতেই দুটি রান সম্পন্ন করে দলের জয় নিশ্চিত করেন কুল্টার রিলি।
ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছে আইরিশরা। এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে হয়েছে ইংল্যান্ডের, আয়ারল্যান্ড সফর। বেলফার্স্টে ওডিআই সিরিজে ইংল্যান্ড জিতেছিল ২-১ ফলে। আর টি-২০ সিরিজ ১-১ ফলে অমীমাংসিত থাকল। এদিনের ম্যাচে এক বল বাকি থাকতে দলের হয়ে ম্যাচ জয় সুনিশ্চিত করার পাশাপাশি সিরিজ হার থেকেও বাঁচল আইরিশরা। প🌱্রথম টি-২০'র মতন এদিনও আয়ারল্যান্ড টসে জেতে। জিতে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ইংল্যান🧔্ড দলকে।
আরও পড়ুন… ভারতীয় দলে ধোনির প্রথম দিন গুলো কেমন ⛄ছিল? মাহির অজানা গল্প শোনালেন🦩 তাঁর রুমমেট আকাশ চোপড়া
ব্যাট করতে নেমে নিজেদের নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৯ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন ট্যামি বিউমন্ট। মাত্র ৩৪ বলে এই রান করেছেন তিনি। এছাড়াও ২৬ বলে ২৮ রান করেছেন বাইরনি স্মিথ। পেইজ স্কোলফিল্ড করেছেন ২১ বলে ৩৪ রান। ১৫ বলে ২৩ রান করেছেন জর্জিয়া অ্যাডামস। এছাড়া আর বলার মতন রান পাননি কোন ব্♐যাটার।
আরও পড়ুন… IND vs BAN T20I সিরিজে শুভমন গিলকে বিশ্রাম দেওয়া হবে! বড় সিদ꧟্ধান্ত নিতে চলেছে BCCI
আইরিশদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওরলা পেনডারগাস্ট, আর্লিন কেলি এবং আইমে ম্যাগুয়ের। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই পাঁচ উইকেট হাতে নিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে আইরিশরা। আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে দুরন্ত একটি ইনিংস খেলেছেন ওরলা পেনডারগাস্ট। মাত্র ৫১ বলে ৮০ রান করেছেন তিনি। আয়ারল্যান্ডের জয়ের ভিত তিনি প্রস্তুত করে দেন। তাঁর ইনিংসে তিনি হাঁকান ১৩ টি চার। ১৫৬.৮৬ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ব্যাট এবং বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স করে আয়ারল্যান্ড ম্যাচ জয়ের নায়ক তিনি। পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। তাঁ🌜কে ব্যাট হাতে যোগ্য সঙ্গত দিয়েছেন অধিনায়ক গ্যাবি লুইস। তিনি ৩৫ বলে ৩৮ রান করেছেন। এছাড়াও লেহ পল করেছেন ২৭ বলে ২৭ রান। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ক্যাট ক্রস এবং ম্যাডি ভিলার্স।