Harshit Rana on Jasprit Bumrah: ভারতের উদীয়মান পেসার হর্ষিত রানা, যিনি অল্প সময়ের মধ্যেই তিনটি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন। তাঁর ধারাবাহিকতা ও মানিয়ে নেওয়ার দক্ষতার জন্য অভিজ্ঞ তারকা জসপ্রীত বুমরাহকে কৃতিত্ব দিয়েছেন। ২৩ বছর বয়সি এই তরুণ গত ডিসেম্বর বর্ডার-গাভাসকর ট্রফির সময় ভারতের টেস্ট ক্যাপ অর্জন করেছিলেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সীমিত ওভারের সিরিজে টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার হর্ষ﷽িত রানা।
অস্ট্রেলিয়া সফরের সময় আধুনিক যুগের অন্যতম সে⛄রা পেসার জসপ্রীত বুমরাহর সঙ্গে হর্ষিত রানার ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ হয়েছিল। সেই কথা জানিয়েছেন হর্ষিত। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ছয় উইকেটের জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে হর্ষিত রানা বলেন, ‘আমি জসসি ভাইয়ের (জসপ্রীত বুমরাহ) সঙ্গে কাজ করে অনেক সুবিধা পেয়েছি। তার প্রচুর অভিজ্ঞতা আছে। তিনি সবসময় আমাকে গাইড করেছেন, কোন ফরম্যাটে কীভাবে বল করতে হবে সেটা বুঝিয়েছেন।’
হর্ষিত রানা আরও বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা 🍎করতাম এবং বিভিন্ন ফরম্যাট নিয়েও কথা বলতাম। আমি সেখা𒀰ন থেকে অনেক কিছু শিখেছি... বিশেষ করে তার কাছ থেকে যে বিষয়টি নিয়েছি, তা হল ধারাবাহিকতা।’
আরও পড়ুন … ISL 2024-25: শেষ মহমেডানের সঙ্গে আন্দ্রে চেরনিশভের সম্পর্ক! কোচের দায়িত্বে মেহরাজউদ্দিন ওয়াড🅘ু
হর্ষিত রানা ভারতের বোলিং কোচ মর্নে মর্কেলের প্রশংসা করে বলেন যে, ভারতের বোল𓂃িং কোচ তাঁকে তাঁর স্কিল আরও শাণি൲ত করতে সাহায্য করেছেন। বিশেষ করে লাইন ও লেংথের ক্ষেত্রে মর্নে মর্কেল তাঁকে অনেক সাহায্য করেছে। হর্ষিত রানা বলেন, ‘আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি আমার লাইন ও লেংথ আরও নিখুঁত করতে ব্যাপকভাবে কাজ করেছেন।’
আরও পড়ুন … ISL 💙2024-25: টানা ৫ ম্যাচে হার! এরপরেও দলকে নিয়ে আশার আলো দ🦩েখছেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্র🅷থম ম্যাচে অভিজ্ঞ বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংকে ছাড়িয়ে একাদশে জায়গা পাওꦇয়া রানা বাংলাদেশের বিরুদ্ধে মহম্মদ শামির সঙ্গে নতুন বলে আক্রমণ শুরু করেছিলেন। হর্ষিত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই কোচ ও অধিনায়কের সমর্থন আছে, তাই তো আমি খেলছি।’
আরও পড়ুন … ভিডিয়ো: আসবি নাকি! হঠাৎ মাঠে শিখর ধাওয়ানকে দেখে কেন বললেন রোহ😼িত শর্মা♌!
নিজের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে দিল্লির এই গতিতারকা তার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হর্ষিত রানা বলেছেন, ‘আমি খুব কঠোর পরিশ্রম করেছি। শুরুতে সুযোগ পাইনি, তবে অপেক্ষা করেছ🔯ি। আমি সবসময় ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি অনুশীলনে এবং সুযোগ পেলে সেরাটা দেওয়ার পরিকল্পনা ক♈রেছি।’
বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে আত্মবিশ্বাসী হর্ষিত রানা রবিবার ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই ছন্দ ধরে রাখতে চান। হর্ষিত রা꧋না বলেন, ‘আমি আজকের আত্মবিশ্বাস সামনে নিয়ে যাব। হ্যাঁ, ভারত বনাম পাকিস্তান ম্যা♛চ নিয়ে সবসময় প্রচুর উত্তেজনা থাকে, তবে আমরা এটাকে অন্য যে কোনও ম্যাচের মতোই দেখছি।’