পাকিস্তান ম্যাচ জিতলে কী হবে, সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পড়লে কী হবে, সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলতে হবে, ফাইনালে কী হবে? সেইসব বিষয় নিয়ে যে একেবারে ভাবনাচিন্তা করা যাবে না, তা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জানিয়ে দেন রোহিত শর্মারা। এমনকী একটি নীতিবাক্যও ঠিক করে ফেলেছিলেন তাঁরা। সংবাদমাধ্যম রেভ স্পোর্টসে ভারতের তা♑রকা খেলোয়াড় তথা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম তারকা সূর্যকুমার বলেন, ‘আমাদের একটা নীতিবাক্য ছিল। সেটা হল - যেখানে তোমার পা আছে, সেখানে মাথা রাখো।' সেইসঙ্গে𒉰 রোহিতের অধিনায়কত্বের প্রশংসা করে সূর্য বলেন, ‘এটার জন্য রোহিত ভাই অনেক বছর ধরে পরিশ্রম করে গিয়েছে। কীভাবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে হবে, সেটা আমাদের দেখিয়েছে। সকলের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।’
'রোহিতকে নিয়ে কথা বলতে শুরু করলে ১ সপ্তাহ চালিয়ে যেতে পারি'
ওই সংবাদমাধ্যমে স্কাই বলেন, ‘যদি আমি রোহি🥂ত ভাইকে নিয়ে কথা বলতে শুরু করি, তাহলে আমার মনে হয় পুরো দিনটাই কেটে যেতে পারে। পুরো সপ্তাহও কেটে যেতে পারে। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে রোহিত ভাইয়ের যে কানেকশন আছে, (সেটা দারুণ)। ❀নিজে ধীরস্থির এবং শান্ত ছিল। বাকিদেরও ড্রেসিংরুম, মাঠে, প্র্যাকটিস সেশনেও ধীরস্থির এবং শান্ত রেখেছিল।’
সেইসঙ্গে ভারতের তারকা ব্যাটার বলেন, ‘কাউকে বেশি ভাবতে দেয়নি। ✃লিগে খেলব, সুপার এইটে খেলব, সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলা পড়বে, 🐭ফাইনালে যাব, ফাইনালের পরে কী করব - সেইসব বিষয় নিয়ে কাউকে ভাবতে দেয়নি। রোহিত ভাই আমাদের শুধু বলেছিল যে এক-একটি ম্যাচ ধরে এগোতে। যে ম্যাচটা আছে, শুধু সেটা নিয়েই ভাবতে বলেছিল। বর্তমান নিয়ে ভাবতে বলেছিল। আর এবার আমাদের নীতিবাক্য ছিল - যেখানে তোমার পা আছে, সেখানে মাথা রাখো।’
রোহিত এবং স্কাইয়ের ব্যক্তিগত রসায়ন
এমনিতে রোহিত এবং সূর্যকুমারের মধ্যে সম্পর্ক দারুণ। দু'জনেই অনেকদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। লাগাতার ভালো খেলার পরেও সূর্য যখন ভা🎉রতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না, তখন তাঁকে সাহায্য করেছিলেন রোহিত। মনোবল বাড়িয়েছিলেন। পাꦕশে দাঁড়িয়েছিলেন সূর্যের।
বছরদꦇুয়েক আগে ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠানে সূর্য জানিয়েছিলেন, তিনি যখন রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন, তখন রোহিতের সঙ্গেই ব্যাট করছিলেন। তখন যেমন ছিলেন, এখনও সেরকম আছেন। চোখ বন্ধ করলে ২০১০-১১ সালের রোহিতই আছেন বলে মনে হয়। সেইসঙ্গে সূর্য বলেছিলেন, ‘সবসময় আমার পাশে ছিল (রোহিত)। বলত যে প্রতি ম্যাচে রান কর।🐓 আরও রান কর। সুযোগ না এলে দরজা ভেঙে ঢুকে যা।’