আগামী ১ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ রাখল পকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির বোর্ডের এক সদস্য জানিয়েছেন যে লাহোরে সেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও পাকিস্তান বোর্ডের মনোবাঞ্চা আদৌও পূরণ হবে কিনা, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) উপরে নির্ভর করছে। আইসিসির ওই কর্তা জানিয়েছেন যে আপাতত পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত সূচিতে সায় দেয়নি ভারতীয় বোর্ড। পরবর্তীতে সেই বিষয়ে বিসিসিআই জানাবে বলে দাবি করেছেন আইসিসির ওই কর্তা।
খসড়া সূচি জমা PCB-র
ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, আইসিসির কাছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি জমা দিয়েছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সুরক্ষাজনিত কারণে ভারতের সব ম্যাচগুলি রাখা হয়েছে লাহোরে। আইসিসির ওই কর্তা বলেছেন, ‘১৫টি ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি খসড়া সূচি জমা দিয়েছে পি💮সিবি।’
তিনি আরও বলেছেন, 'সাতটি ম্যাচ রাখা হয়েছে লাহোরে। করাচিতে রাখা হয়েছে তিনটি ম্যাচ। র🐓াওয়ালপিণ্ডিতে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে করাচিতে। একটি সেমিফাইনাল হবে করাচিতে। রাওয়ালপিণ্ডিতে অপর সেমিফাইনাল দেওয়া হয়েছে। ফাইনাল দেওয়া হয়েছে লাহোরকে। ভারত সব ম্যাচ লাহোরে খেলবে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলেও সেই ম্যাচটি লাহোরে খেলা হবে।'
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসিꦿ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। অর্থাৎ সেদিন ফাইনাল হবে। আর ফাইনালের জন্য 'রিজার্ভ ডে' রাখা হয়েছে। আর আটটি দলক⛎ে দুটি গ্রুপে ভাগ করা হচ্ছে।
১) গ্রুপ🎀 ‘এ’: ভারত, পাকি𝓡স্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।
২) গ্রুপ ‘বি’: অস্ট্রেলꦅিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্𒉰ড এবং আফগানিস্তান।
ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবে?
২০২৩ সালে পাকিস্তান যখন এশিয়া কাপের আয়োজন করেছিল, তখন সেখানে যায়নি ভারত। ফলে হাইব্রিড মডেলে খেলা হয়েছিল। নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছিল টিম ইন্ডিয়া। ২০২৫ সালেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে রোহি𝓡ত শর্মা, বিরাট কোহলিরা যাবেন কিনা, সে বিষয়ে বিসিসিআই🌜য়ের তরফে আপাতত কিছু জানানো হয়নি।
আইসিসির ওই কর্তা বলেছেন, ‘বিসিসিআই ছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে যে দেশ অংশগ্রহণ করছে, সেই দেশগুলির বোর্ডের প্রধানরা আশ্বস্ত কর🎶েছেন যে তাঁরা সবরকমের সহযোগিতা করবেন। তবে ভারত সরকারের আলোচনা করবে বিসিসিআই। তারপর আইসিসিকে জানাবে।’