সময় খারাপ গেলে যা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেবেছিল বাবর আজম রান পাচ্ছেন না। অনেক ব্যাটারই তেমন বড় রানের মধ্যে নেই। তাই ব্যাটারদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই ফ্ল্💃যাট পিচ তৈরি করতে। কিন্তু সেই সিদ্ধান্তই যে এমন বুমেরাং হয়ে আসবে, সেটা হয়ত কল্পনাও করতে পারেনি পিসিবি। এখন মুলতান টেস্টের যা অবস্থা, তাতে পাকিস্তান ইনিংস হারের মুখে দাঁড়িয়ে।
পিটারসেন-ভনরা আগেই বলেছিলেন বোলারদের সমস্যা হবে-
প্রথম দিনের ব্যাটিং দেখেই ইংল্যান্ডের দুই তারকা কেভিন পিটারসেন এবং মাই𓆉কেল ভন ব্যাপক সমালোচনা করেছিলেন পিচের। এরকম ঘাসহীন পিচে যে বোলারদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য অপেক্ষা করছিল, সেটা তাঁরা প্রথম দিনের খেলা দেখেই বলে দিয়েছিলেন। আর তার পরের তিন দিনে যা হল, তা থেকে ভয়ঙ্কর শিক্ষা পেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। এই ভুল যে তাঁরা আর করতে চাইবেন না তাও বলা যায়।
পাকিস্তান বোলারদের নিয়ে ছেলেখেলা ইংরেজদের-
পাকিস্তানের ৫৫৬ রানের পাল্টা ইংল্যান্ড দলও তোলে ৭ উইকেটে ৮২৩ রান। জো রুট করেন ২৬২ রান। আরℱেক মিডল অর্ডার ব্যাটার তো নাসিম শাহ, শাহিন আফ্রিদিদের নাস্তানাবুদ করে ৩২২ বলে ৩১৭ রান করেন। ১৫০ ওভারে পাকিস্তান দল তোলে এই ৮২৩ রান। অর্থাৎ ৫-এর থেকেও বেশ খানিকটা রান রেট বেশি। এরপরই ফের একবার পাক বোর্ডকে খোঁচা দিলেন প্রাক্তন ইংরেজ ব্যাটার কেভিন পিটারসেন।
ꦏআরও পড়ুন-‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য…
বোলারদের কবরস্থান মুলতানের উইকেট…
ইংল্যান্ড ♓দল রানের পাহাড়ে বসার পরই কেপি নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘এই পিচটা বোলারদের কাছে কবরস্থানের মতো। যদি এই উইকেট এরপর ভেঙে না যায় এবং ম্যাচে রেজাল্ট না দেয়, তাহলে বুঝতে হবে এই ধরণের উইকেট আসলে টেস্ট ক্রিকেটের ক্ষতি করছে ’। যদিও কেপির আশঙ্কাকে সত্যি হতে দেননি পাক ব্যাটাররা।
আরও পড়ুন-ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতে পারে চ൲্যাম্পিয়ন্স ট্রফি! আইসিসির ভ♕াবনায় ৩ দেশ…
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে পাকিস্তান দল চতুর্থ দিনের শেষে দাঁড়িয়ে খাদের কিনারায়। আরও স্পষ্ট বললে ইনিংস হারের মুখে দাঁড়িয়ে তাঁরা। ১৫২ রানেই ৬ উইকেট গেছে পাকিস্তানের, এখনও ত𝓀াঁরা পিছিয়ে ১১৫ রানে। ফলে পঞ্চম দিনে অবিশ্বাস্য কিছু যদি পাক ব্যাটাররা করে দেখাতে না পারেন, তাহলে এই ম্যাচ ড্র হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে ওলি পোপের দল মুলতান থেকে জয় তুলতে মরিয়া। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে রাওয়ালপিন্ডিতেও ফ্ল্যাট উইকেটের জন্য ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। এক্ষেত্রে মুলতানেও তেমন🦂 হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।