আইপিএলে নতুন ইতিহাস লিখে ফেললেন কামিন্দু মেন্ডিস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তিনি সকলকে চমকꦯে দিয়ে দু'হাতে বল করলেন। আসলে ২২ গজের সব্যসাচী শ্রীলঙ্কার অলরাউন্ডার। দু'হাতেই কার্যকর ভাবে স্পিন বোলিং করেন কামিন্দু। তিনি যেমন দুরন্ত অফ স্পিন করেন, তেমনই লেফট আর্ম স্পিনও করেন অসাধারণ। আর ২২ গজের সব্যসাচী এদিন অংকৃষ রঘুবংশীর উইকেট নিয়েই নজির গড়েছেন।
২২ গজের সব্যসাচীর ইতিহাস
আইপিএলের ইতিহাসে প্রথম ‘সব্যসাচী’ বোলার বা দু'হাতে বল করতে পারেন, এমন বোলার হিসেবে এক উইকেট তুলে নিয়েছেন। হয়েছে রেকর্ড। শ্রীলঙ্কান অলরাউন্ডার আগেই দু'হাতে বল করে সকলের নজর কেড়েছিলেন। এবার আইপিএলে তাঁর অভিষেক হয়েছে। আর তিনি দু'হাতে বল করে আইꦬপিএলের মঞ্চ কাঁপাচ্ছেন। এদিন কামিন্দু মাত্র এক ওভার বল করেন। তাঁকে ১৩তম ওভারে বল করতে এনেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি সেই ওভারে চার রান দিয়ে এক উইকেট তুলে নেন। তার পর কামিন্স আর তাঁকে বল দেননি। তবে ইতিমধ্যে ২২ গজের সব্যসাচীকে নিয়ে নেটপাড়ায় আলোড়ন পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, কামিন্দুর বলে অংকৃষের ক্যাচটি বেশ কঠিন ছিল। কিন্তু হর্ষাল প্যাটেল সকলকে চমকে দিয়ে সেই ক্যাচটি ধরে এবং কামিন্দু মেন্ডিসকে ইতিহাস লিখতে সাহায্য করেন। ১২.৪ ওভারে𒉰 কামিন্দু মেন্ডিসের বল কভারের উপর দিয়ে খেলার চেষ্টা করেছিলেন অংকৃষ। বলটি ঠিক মতো ব্যাটে না লাগায়, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চলে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন হর্ষাল প্যাটেল। তিনি এগিয়ে এসে দুরন্ত ক্যাচটি ধরেন। সাধারণত ফাস্ট বোলারদের ক্রিকেটে দুর্বল ফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। অনেক সময় তাঁদের এমন জায়গায় দাঁড় করানো হয়, যেখানে বল কম যায়। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের হর্ষাল প্যাটেলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। তা আরও একবার প্রমাণ করে দিলেন ভারতের তারকা বোলার।
বেঙ্কি, রিঙ্কুদের সৌজন্যে স্কোর পৌঁছল ২০০-তে
টস জিতে এদিন কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। কেকেআর ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে। তবে ডেথ ওভারে রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ারদের আগ্রাসী মেজাজে কারণেই নাইটরা ২০০ রানের গণ্ডি টপকান। পঞ্চম উইকেটে রিঙ্কু এবং বেঙ্কি মিলে ৪৭ বলে ৯১ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন। ২৯ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খে๊লেন বেঙ্কটেশ আইয়ার। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা এবং ৭টি চার। ১টি ছয় এবং ৪টি চারের হাত ধরে ১৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন অংকৃষ। তিনি ৩২ বলে ৫০ করে আউট হন। মারেন ২টি ছক্কা এবং ৫টি চার। ৪টি ছয় এব ১টি চারের হাত ধরে ২৭ বলে ৩১ করেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে।