ডিজিটাল প্ল্যাটফর্মে বিখ্যা൩ত সিরিজের মধ্যে অন্যতম একটি বিখ্যাত সিরিজ হলো পঞ্চায়েত। টানা পাঁচ বছর সফলতা অর্জন করে চলেছে এই সিরিজটি। এবার চতুর্থ পর্ব আসার পালা। কবে আসবে সেটি? জানানো একটি ভিডিয়োর মাধ্যমে।
পরপর তিনটি সিরিজের অসাধারণ সাফল🎶্যের পর এবার পঞ্চায়েত সিরিজের চতুর্থ পর্ব আসতে চলেছে। ৩ এপ্রিল অর্থাৎ আজ অ্যামাজন প্রাইম ভিডিও একটি ভিডিয়ো শেয়ার করে যেখানে ভূপেন্দ্র যোগী, দর্শন মাগদুম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রভাবকারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘সুশান্তের মৃত্যুতে রাতারাতি ওরা…’ ৫ বছর আগের স্মৃতি হাতড়ে কী বললেন রিয়ার বღন্ধু?
আরও পড়ুন: একটি বা দুটি নয়, করিনার টানা ১০টি সিনে🐎মা হয়েছিল ফ্লপ, এক নজরে দেখুন তালিকা
ভিডিয়োয় সাথ নিভানা সাথিয়া ধারাবাহিকের গোপী বহু চরিত্রে পরিচিত অভিনেত্রী গিয়া মানেককে দেখানো হয়। তিনি ল্যাপটপ 🧸নয় বরং এবার সাবান জল দিয়ে পরিষ্কার করছেন মোটা মোটা বই। জিতেন্দ্র সেখানে এসে পৌঁছাতেই সকলে তাঁর কাছে একটাই অভিযোগ করে, গত পাঁচ বছর ধরে সমস্ত মিম বানানো হয় শুধু পঞ্চায়েতকে ঘিরে। কেন?
জিতেন্দ্র সবাইকে থামিয়ে বলেন, ‘ইন্টারনেট এবার এমন একটা মিম চায়, যা গোটা বিশ্বে ভাইরাল হয়ে যাবে। ছোট, বড় নয়, এবার এম🌠ন একটা মুহূর্ত তৈরি করতে হবে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।’ অভিযোগকারী সোশ্যাল মিডিꦡয়া প্রভাবকারীদের জিতু ভাইয়া বলেন, ‘পাঁচ বছর পর নিজেদের কোথায় দেখতে পাচ্ছ তোমরা? পঞ্চায়েত ৪ কিন্তু এই বছরই আসছে।’
জিতু ভাইয়ার মুখে এই কথা শুনেই গিয়া বলেন, ‘তাহল🎉ে এবছর ট্যাঙ্কের ওপর বসে কি আমরা একসঙ্গে চা খেতে পারব?’ উত্তরে কিছু না বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় জিতু ওরফে জিতেন্দ্র। সবশেষে দেখানো হয়, পঞ্চায়েত ৪ মুক্তি পাচ্ছে আগামী ২ জুলাই।
আরও পড়ুন: ‘তুম্বাদ’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন শ্রদ্ধা? জল্ꦜপনা রটতেই কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: ২৫ বছর পর বড় পর্দায় সলম🃏༒ন-সঞ্জয় জুটি, ছবির নাম এল প্রকাশ্যে, কবে শুরু শ্যুটিং?
পঞ্চায়েতের নতুন পর্ব আসার খবর শুনে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। একজনের মন্তব্য ছিল, ‘এই ইউনিভার্সকে কি নাম দেব?’ (What should I name this universe?)। আরেকজন লিখেছে🀅ন, ‘Prime সত্যিকারের মাল্টিভার্স অ꧃ফ ম্যাডনেস করছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘GTA 6-এর আগেই আমরা এই কলাবোরেশন পেয়ে গেলাম!’ আর একজন মজা করে লিখেছেন, ‘Brainrot final boss।’