ও সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার একদিন পরে, ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি প্রকাশ করেছেন যে ভারতের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা যেভাবে গুরুত্ব হারাচ্ছে তাতে রঞ্জি ট্রফিকে বন্ধ করে দেওয়া উচিত। এই বক্তব্যের জন্য রঞ্জি ট্রফির ম্যাচ ফি এর 20% জরিমানা করা হয়েছিল।
🍬 ১০ ফেব্রুয়ারি, ৩৮ বছর বয়সী এক্স-এ পোস্ট করেছিলেন যে রঞ্জি ট্রফিকে ‘বাতিল’ করা উচিত। তবে তিনি সেই সময়ে বিসিসিআইয়ের একজন সক্রিয় ক্রিকেটার ছিলেন বলে বিস্তারিত বলেননি। তিরুবনন্তপুরমের থুম্বাতে ম্যাচের মাঝখানে তিনি একটি ফেসবুক লাইভও করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তিনি অবসর নেওয়ার পরে খোলামেলা হয়ে সবকিছু বলবেন। এই মন্তব্যের জন্য তাঁকে তাঁর ম্যাচ ফির ২০% জরিমানা করা হয়েছে।
সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন মনোজ তিওয়ারি༒। সেখানে এসে তিনি ক্রিকেটারদের উদ্দেশে বোর্ড সচিব জয় শাহ যে ই-মেল পাঠিয়েছেন, সেই প্রসঙ্গ ওঠে সাংবাদিক বৈঠকে। মনোজ তিওয়ারি বলেন, ‘রঞ্জি ট্রফির মূল্যটা এখন কমে যাচ্ছে। কিছু বললেই নির্বাসিত করবে, জরিমানা করবে। এখন বোর্ড খেলোয়াড়েরা চালাচ্ছে না। চালাচ্ছে কিছু রাজনীতির লোকজন। এটাই বাস্তব। কিছু বললেই নির্বাসিত হতে হবে। একটা টুইটের জন্য আমার ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আগে মুখ খুললে আজকের এই সংবর্ধনার দিনটা আমার দেখা হত না। হয়তো ক্রিকেটজীবন আগেই শেষ হয়ে যেত। রঞ্জি ট্রফি শেষ হলে আরও অনেক কিছু বলতে পারি। রঞ্জি ট্রফির যে গুরুত্ব সেটাকে তুলে ধরার চেষ্টা করব।’