আগামীকাল অর্থাৎ রবিবার আইপিএল ২০২৫ অভিযান শুরু করছে গতবারের প্লে অফে না থাকা দুই দল। একদম মুম্বই ছিল লিগ টেবিলের একদম শেষ স্থানে, আর চেন্নাই সুপার কিংস শেষ মূহূর্তে আরসিবির বিপক্ষে হেরে ছিটকে গেছিল। এবার অবশ্য দুই দলই নিজেদেরকে গুছিয়ে নিয়ে নামছে ময়দানে। দুই দল⛎ের ঝুলিতেই রয়েছে পাঁচটি করে আইপিএলের শিরোপা। গতবার হার্দিক পাণ্ডিয়ার খারাপ সময়ের কথাই এবার তুলে ধরলেন মুম্বইয়ের প্রাক্তন কꦚোচ মার্ক বাউচার।
২০২৪ সালটা খারাপ গেছে হার্দিকের
এবছর আইপিএলে মুম্বইয়ের ব্যাটন হাতে উঠেছে মাহেলা জয়বর্ধনে। তিনি সামলাচ্ছেন এমআইয়ের ড্রেসিংরুম। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে বারবার সমস্যার কথা সামনে এসেছিল হার্দিক অধিনায়ক হওয়ার পর থেকে। কারণ যে প্রক্রিয়ায় রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা সমর্থকদ🅘ের মনে ধরেনি। ফলে সব রাগই দিয়ে পড়েছিল হার্দিকের ওপর। প্রতি ম্যাচেই ꧅ফ্যানরা বুইং করে গেছেন হার্দিকের।
হার্দিকের ১০০ শতাংশ সম্মান প্রাপ্য
জাতীয় দলে রোহিতদের সতীর্থ হলেও কেউই হার্দিককে এক ফোটাও স্বস্তি দেননি, সেটা মুম্বইয়ের মাঠ হোক বা অন্য কোথাও। হার্দিককে সমর্থকরা অপমান করে গেছেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেছেন, একমাত্র বিরাট কোহলি ছিলেন ব্যতিক্রম। যদিও গত আইপিএলের পর থেকেই হার্দিক যেন স্বপ্নের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। জিতেছেন টি২০ বিশ্বকাপ, আর এবার আইপিএল শুরুর আগেই তাঁর পকেটে ঢুকেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এসব দেখেই মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন কোচ মার্ক বাউচার বলছেন, ‘গত মরশুমটা হার্দিক পাণ্ডিয়ার জন্য খুবই কঠিন ছিল। ওকে দর্শকরা মাঠে নামলেই কটুক্তি করত। ও কিন্তু এটা পাওনা ছিল না, ওর ১০০ শতাংশ সম্মান পাওয়ার কথা। কোনও ক্রিকেটারই চಞায়না এমন পরিস্থিতির মুখোমুখি হতে, যদিও ও খুবই শক্তিশালী এক চরিত্র ’।
India vs Ma🅠ldives FIFA Friendly Live- অবসর ভেঙে ফ𒁃িরেই গোল সুনীলের,৩-০ জিতল ভারত
যুদ্ধ জিতে ফিরেছে হার্দিক
তাঁকে কাছ থেকে গ꧟তবছর দেখেছিলেন বাউচার। দর্শকদের কটুক্তি তাঁকে আরও মজবুত করেছে মানসিকভাবে, মনে করছেন প্রোটিয়াদের প্রাক্তন তারকা। তাঁর কথায়, ‘ও হচ্ছে যুদ্ধ জয় করে আসা এ𝓀ক ক্রিকেটার। ওর খারাপ সময় গেছে, চোট গেছে। কিন্তু সব কিছু জয় করেই ও ফিরে এসেছে আর সাফল্য পেয়েছে। ক্রিকেটের যারা শ্রেষ্ঠ তাঁদেরকে মন থেকে শক্ত হতেই হয়, আর সেটাই ও প্রমাণ করে দেখিয়েছে। আইপিএল সব সময়ই সুন্দর যখন হার্দিক মাঠে নামে। ক্রিকেট খেলাটা আরও বর্ণময় হয়ে ওঠে ও খেলতে নামলে ’।
হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সের আরেক প্রাক্তনী হরভজন সিং বলছেন, ‘হার্দিক খুব আত্মবিশ্বাসী এক ক্রিকেটার, আর খুবই ইতিবাচক মানসিকতার ছেলে। ওর নিজের ওপর অগাধ আ🍰ত্মবিশ্বাস আছে যে ও সব কিছুই করতে পারে, এটাই ওকে বাকিদের থেকে আলাদা করে দেয়। ওরকম একটা কঠিন সময়ের পর যেভাবে হার্দিক এগিয়েছে, তা দেখে খুবই ভালো লাগে। ওর জন্য পরিস্থিতি যেমন বদলেছে, ও তেমন ভারতকেও দুটো আইসিসির ট্রফি জিততে সাহায্য করেছে। এই বছর ও নিজের সেরা ফর্মে থাকবে। যা খারাপ ছিল তা অতীত হয়ে গেছে, এবার নতুন উদ্যমে শুরু করবে ও’।