ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম টেস্টের পর অনেকেই আওয়াজ তুলেছেন অস্ট𓄧্রেলিয়া দল থেকে বাদ দেওয়া উচিত মিডল অর্ডার ব্যাটার মার্নাস ল্যাবুশেনকে। যদিও তিনি অবশেষে মুখ খুললেন। দ্বিতীয় টেস্টে দলের এবং নিজের কামব্যাকের লক্ষ্যে তৈরি হচ্ছেন অজি ব্যাটার। ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলের দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখ𒐪নও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্🀅থে বিন্দাস মেজাজে বিরাট
নিজের টেস্ট কেরিয়ারের প্রথম ৩২টি ম্যাচে মার্নাস লাবুশ✱েন করেছিলেন ৩০৭১ রান, গড় ছিস ৫৯.০৫। ছিল ১০টি শত𝓡রান এবং ১৩টি অর্ধশতরান। তাঁর দুরন্ত পারফরমেন্সে ভর দিয়েই অজিরা টেস্ট ক্রিকেটে প্রায় ১ নম্বর স্থানে উঠে এসেছিলেন। যদিও ২০২৩ সালের শুরু থেকেই ফর্ম পড়েছে তাঁর। ১৯টি ম্যাচে করেছেন মাত্র ১টি শতরান, মোট ১০৪৮ রান এসেছে তাঁর ব্যাটে। গড় মাত্র ৩১.৭৫।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট꧒ কাটাতে মঙ্গলবা♒র জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
নিউজিল্য꧃ান্ডের বিরুদ্ধে ৯০ রানের ইনিংস খেলেছিলেন। এর মধ্যে ছিল তিনটি অর্ধশতরান। যদিও পার্থ টেস্ট ব্যর্থ হতেই আরও একবার তাঁকে নিয়ে গেল গেল রব উঠে গেছে। তাঁকে অস্ট্রেলিয়া দল থেকে বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে মনে করা হচ্ছে অ্যাডিলেডে তাঁর রেকর্ডের কথা মাথায় রেখে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নি♔রাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
অ্যালান বর্ডার ফিল্ডে জোহান বোথার থেকে থ্রো ডাউন নিয়েছেন মার্নাস ল্যাবুশেন। তিনটি আলাদা পিচে ত♔িনি অনুশীলন করেছেন। এরপর তিনি জানিয়েছেন. ‘এখানে আমি নতুন কোনও অনুশীলন করিনি। আমি সব সময়ই কঠোর পরিশ্রম করি ভালো ছন্দে থাকার জন্য। এখনও এক সপ্তাহ বাকি রয়েছে পরের টেস্টে। কিন্তু আমাদের প্রথম দিনের উইকেটে ভালো খেলতে হবে। ’।
তিনি আরও জানান, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমে যে কোনও ম্যাচ হারলেই সেটা কঠিন। এটাই ব্যাটার হিসেবে কাজ। আমাদের রান করতে হবে, আমাকেও রান করতে হবে। যদি আমরা সেটা না করতে পারি, টেস্ট না জিততে পারি, তাহলে লাভ কি ’। অ্যাডিলেডে ৯ ইনিংসে ৫৭৪ রান রয়েছে ল্যাবুশেনের। রয়েছে তিনটি শতরান এবং একটি অর্ধশতরান।ꦜ তবে অ্যাডিলেডে যদি নেমে ব্যর্থ হন, সেক্ষেত্রে নিজের হোমটাউন ব্রিসবেনে খেলার সুযোগ সম্ভবত পাবেন না ল্যাবুশেন।