রোহিত শর্মা নেই। চোটের জন্য শুভমন গিলকেও অস্ট্রেলিয়ার ব💎িরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পাওয়া যাবে না বলে খবর। তবে সত্যিই কি গিল পার্থ টেস্টে মাঠে নামতে পারবেন না? গ𝓰ুরুত্বপূর্ণ আপডেট দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল।
কীভাবে চোট পান গিল
গত শনিবার ভারতীয়-এ দলের বিরুদ্ধে ম্যাচ পরিস্থিতির অনুশীলনে চোট পান শুভমন গিল। তিনি স্লিপে ক্যাচ ধরার চেষ্টไায় বুড়ো আঙুলে আঘাত পান। পরে জানা যায় যে গিলের আঙুলে চিড় ধরেছে। ফলে পারথে সিরিজের প্রথম টেস্টে গিলের মাঠে নামা ঘোর অনিশ্চয়তার মেঘে ঢেকে যায়। গিল প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
গিল যদি প্রথম টেস্টে মাঠে নামতে না পারেন, সেই আশঙ্কার কথা মাথায় রেখেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভারতীয়-এ দলের দ♌েবদূতꦬ পাডিক্কালকে অস্ট্রেলিয়ায় রেখে দেয়।
গিলের চোট নিয়ে কী আপডেট দিলেন মর্কেল
বুধবার টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল শুভমন গিলের চ💦োট নিয়ে বড়সড় আপডেট দেন। তিনি গিলের প্রথম টেস্টে মাঠে নামার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। বরং ম্যাচের দিন সকালে গিল কতটা ফিট, সেটা দেখেই সিꦉদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মর্কেল।
ভারতের বোলিং কোচ বলেন, ‘শুভমন গিল প্রতিদিনই একটু এ🌳কটু করে সুস্থ হয়ে উঠছে। আমরা টেস্টের দিন সকালে পরিস্থ💯িতি দেখে সিদ্ধান্ত নেব। ও ম্যাচ পরিস্থিতির অনুশীলনে দারুণ ব্যাট করে। দেখা যাক কী হয়।’
২২ নভেম্বর থেকে পারথে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। হাতে খুব বেশি সময় নেই। তবে গিলের ম্যাচ ফিট ওঠার বিষয়ে এখনও আশাবাদী শোনায় ভারতের বোলিং কোচꦿকে। উল্লেখ্য, শুক্রবার ভারতীয়-এ দলের বিরুদ্ধে ম্যাচ পরিস্থিতির অনুশীলনে ২ বার ব্যাট করতে নামেন শুভমন গিল। প্♍রথমবার ব্যক্তিগত ২৮ রানের মাথায় নভদীপ সাইনির বলে গালিতে ধরা পড়েন তিনি। দ্বিতীয় দফায় শুভমন গিল নজরকাড়া ব্যাটিং করেন। তিনি ৪২ রানে অপরাজিত থেকে ব্যাট ছেড়ে দেন।
উল্লেখযোগ্য বিষয় হল, বুধবার শুভমন গিলকে পার্থের বাইশগজ খুঁটিয়ে পরীক্ষা কর⛦তে দে🦋খা যায়। যা দেখে ভারতীয় সমর্থকদের আশাবাদী হওয়াই স্বাভাবিক।
শুভমন গিলের টেস্ট কেরিয়ার
গিল এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৯টি টেস্টে মাঠে নেমেছেন। তিনি ৫৪টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ১৮০০ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৫টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৭টি। টেস্টে গিলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস🌼 ১২৮ রানের।