ধোনি ফ্যানদের জন্য সুখবর, আইপিএলে আবারও অধিনায়কের ভূমিকায় ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি, দেখা দিয়েছে বড় সম্ভাবনা। অবশ্য এই খবর মাহিভক্তদের জন্য সুখবর হলেও তাঁর দলের জন্য হয়ত ভালো খবর নয়। কারণ স্বইচ্ছায় নয়, একান্তই বাধ্য হয়ে ক্যাপ্টেন কুলকে ফের নিজের ছেড়ে যাওয়া আসনেই ফিরতে হচ্ছে, এমনই খবর প্রকাশ্যে আসছে। খোদ সিএসকের কোচিং স্টাফের সদস্য মাইক হাসি এই খবরের সত্যত𝔉া স্বীকার করে নিয়েছেন।
ফের অধিনায়কত্বে ফিরতে পারেন মাহি
আসলে সিএসকের বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ে চোট রয়েছে। সেই কারণে শনিবারের ম্যাচে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। শনিবার দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের, এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ কারণ লিগের পয়েন্ট তালিকায় তাঁদের স্থান খুব একটা ভালো নেই। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে আইপিএলওের সফলতম অধিনায়ককেই ফের একবার পুরনো দায়িত্বে ফেরানোর কথা ভাব✤ছে সিএসকে ম্যানেজমেন্ট।
শনিবারই আইপিএলে অধিনায়ক ধোনি?
এখনও পর্যন্ত এবারের আইপিএলে তিনটি ম্যা𒀰চে খেলেছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারতে হয়েছে তাঁদের। ফলে শনিবার বিকেল সাড়ে তিনটেয় নিজেদের ঘরের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে ইয়েলো আর্মিদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবারের আইপিএলে একটিও ম্যাচে না হারা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
রুতুর শূন্যস্থান কে ভরাট করবে?
সেই ম্যাচেই মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক হিসেবে ফের একবার দেখা যেতে পারে। তবে তিনি অধিনায়কত্ব করলেও রুতুরাজ ཧগায়কোয়াড় চোটের জন্য বাইরে গেলে তাঁর শূন্যস্থান কে ভরা🐻ট করবেন, সেই নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। কারণ সিএসকের টপ অর্ডারের এবারের আইপিএলে একদমই ছন্দে নেই। আর ফিনিশার মাহিও যেন এখন অতীতের কেবল ছায়া মাত্র। তাই সিএসকে ম্যানেজমেন্ট কিন্তু অস্বস্তিতে, তা বলাই যায়।
রাজস্থান ম্যাচে চোট পান রুতু
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সিএসকের পারমানেন্ট অধিনায়ক রুতুরাজ গায়কোয়োড়। ক💝নুইয়ে চোটের পর তিনি কার্যত ছটফট করছিলেন, ফলে চোট যে তাঁকে ভোগাতে পারে সেই অনুমান আগেই করা হয়েছিল। জানা যাচ্ছে, তাঁকে আদৌ পাওয়া যাবে কিনা শনিবারের ম্যাচে সেই নিয়ে ꦆখেলার দিন সকালেই সিদ্ধান্ত নেবেন কোচ।
রুতুরাজকে ব্যাটার হিসেবে খেলানো হতে পারে
একান্তই যদি রুতুরাজ গায়কোয়াড় ব্যাটিং করতে না পারেন, সেক্ষেত্রে তাঁকে বাদ দেওয়া হবে। অন্যথায় মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে স্রেফ ব্যাটিংয়ের জন্য খেলতে দেখা যেতে পার❀ে রুতুকে। সেক্ষেত্রে তাঁকে ফিল্ডিং করতে হবে না, যেমন সঞ্জু স্য়ামসনও প্রথম দিকের কয়েকটা ম্যাচে খেলছিলেন। ব্যাটিং করলেও চোট থাকায় ফিল্ডিং করছিলেন না।
কোচ মেনে নিলেন ধোনির অধিনায়ক হওয়ার জল্পনা
ধোনির অধিনায়ক জল্পনা স্বীকার করে নেন খোদ মাইক হাসি। তিনি বলেন. ‘ফ্লেমিং আর রুতু নিশ্চয় ধোনিকে নিয়ে কথা বলেছে। আমাদের দলে কিছু তরুণ♉ ক্রিকেটাকও রয়েছে বটে। তবে ও স্টাম্পের পিছনে থাকে, তাই ওই হয়ত এই দায়িত্বটা সব থেকে ভালো পালন করতে পারে। আমি নিশ্চিত নই ওর ব্যাপারে, তবে ওর এই কাজে অভিজ্ঞতা রয়েছেಌ, তাই ও হয়ত এই কাজটা ভালো সামলাতে পারবে ’।