২০০৮ সালের নভেম্বর মাসে নাগপুরে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ টেস্টই ছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যা💮য়ের শেষ টেস্ট সিরিজ। এর পাঁচ বছর আগে দেশকে বিশ্বকাপ ফাইনালে তুললেও এরপর গ্রেগ চ্যাপেলের সঙ্গে বিতর্কে জড়ানোর পর দল থেকে বাদ পড়েছিলেন মহারাজ। ফিরে এসে পারফরমেন𒉰্স করেই সসম্মানে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
সৌরভের বিদায়লগ্নের স্মৃতিচারণায় ধোনি-
২০০৮ সালে নাগপুর টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ম্য𒁏াচের শেষ লগ্নে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণ তখনও অধিনয়ক হিসেবে সৌরভ🌌ের ছিল জুরি মেলা ভারত। এতদিন পর হঠাৎই সেদিনের নেওয়া সিদ্ধান্ত নিয়েই মুখ খুললেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন-২০০ বছর ভারত শাসন করা ইংরেজদের টেক্কা! দ্য হ🍨ান্ড্রেডে দল কিনছেন আম্বানি-গোয়েঙ্কা…
এক অনুষ্ঠানে সম্প্রতি গিয়ে ধোনি বলছিলেন, ওই মূহ♈ূর্তটার জন্য তিনি আগে থেকে তৈরি ছিলেন না। হঠাৎ করেই তাঁর মাথায় এসেছিল ওভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর কথা। আর এর থেকে ভালো সম্মান জানানোর উ💛পায় তাঁরও জানা ছিল না,বলছেন ক্যাপ্টেন কুল।
আরও পড়ুন-‘আমরাই জিতিয়েছি ১২ বছর ধরে, তাই একটা হারলে ছাড় আছে’! সিরিজ হারে 🌳সাফ👍াই রোহিতের…
সম্মান জানানোর সেরা উপায় ছিল-
এমএসডির কথায়, ‘ভারতীয় ক্রিকেটের সর্বকালের সের𝓡া অধিনায়ককে আর কি বা সম্মান আমরা জানাতে পারতাম। নিজের শেষ টেস্ট ম্যাচে খেলতে নেমেছে। সেই সময় যদি একটু নিজের পুরনো ক্যাপ্টেনসি স্কিল দেখানোর সুযোগ মেলে, তাহলে ক্ষতি কি? আর আমার ওই সিদ্ধানꦅ্ত তো খেলার ফলে কোনও পরিবর্তন আনবে না, তাই সেদিন ওই কাজটা করেছিলাম ’।
আরও পড়ুন-ফুলেছে পিঠ,বেড়েছে ব্যথা! চোট নিয়েই ♓বিরাটদের মাটি ধরালেন ১৩ উইকেট নেওয়া কিউয়ি স্পিনার…
আগে থেকে পরিকল্পনা করা ছিল না-
ধোনি আরও বলছেন, ‘আমি জানি না, স🌞েদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই কাজটা করতে আদৌ ভালো লেগেছিল কিনা, কারণ পুরো বিষয়টাই খুব দ্রুত হয়ে গেছিল। এটা আগের থেকে পরিকল্পনা করা ছিল না, যে আমি এরকম এরকম করব। আমার মনে হয়েছিল, ক্রিকেটকে বি🐈দায় জানানোর সময় এটাই ওর জন্য সেরা উপহার হবে, তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। ১৫-২০ মিনিটের জন্যেও যদি হয়, তাতে ক্ষতি কি ’।
নজরকাড়া পরিসংখ্যান সৌরভের-
নিজের বর্ণময় কেরিয়ারে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ১১৩ টেস্টে ম্যাচে ৭২১২ রান করেছিলেন। রয়েছে ১৬টি শতরান, ৩৫টি অর্ধশতরান। ৩১১টি একদিনের ম্যাচে ১১৩৬৩ রান করেছেন প্রিনস অফ ক্যালকাটা। ওডিআই ফরম🌱্যাটে রয়েছে ২২টি শতরান এবং ৭২টি অর্ধশতরান। এই পরিসংখ্যানই বলে দেয় অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সৌরভ।