চলতি বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সেমিফাইনালে ধ্বংসাত্মক বোলিং মুকেশ কুমারের। জাতীয় দলের🐷 🔥হয়ে জিম্বাবোয়ে সফরে উড়ে যাওয়ার আগে বাংলার তারকা পেসার বুঝিয়ে দিলেন, কতটা আগুনে ফর্মে রয়েছেন তিনি। ক্যাপ্টেন মুকেশ বল হাতে সমনে থেকে নেতৃত্ব দেওয়ায় টুর্নামেন্টের ফাইনালে উঠতে বিশেষ অসুবিধা হয়নি স্ম্যাশার্স মালদার। তারা কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন কলকাতা টাইগার্সকে।
ইডেনে টস-ভাগ্য সঙ্গ দেয় মুকেশকে। তিনি টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন। শুরুতে ব্যাট করতে নেমে কলকাতা টܫাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০৫ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন পোড়েল দলের হয়ে সব থেকে বেশি ২৯ রান সংগ্রহ করেন। ২৬ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ১৬ বলে ২১ রান করেন সন্দীপ তোমর। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২২ বলে ১৮ রান করেন রনিত ঘোষ। তিনি ২টি 🅘চার মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১২ রান করেন আকাশ পান্ডে। করণ লাল ৬, অভিলিন ঘোষ ৭ ও সৌরভ শ্রীবাস্তব ৮ রানের যোগদান রাখেন।
মাল﷽দা দলনায়ক মুকেশ কুমার ৪ ওভারে ২৩ রান খরচ করে একাই তুলে নেন ৫টি উইকেট। ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ১টি করে উইকেট সংগ্রহ করেন অখিল ও গীত পুরি।
জবাবে ব্যাট করতে নেমে স্ম্যাশার্স মালদা ১৬.৩ ওভা༒রে ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২১ বল বাকি থাকতে ৬ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে মালদা। দলের হয়ে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিনি ৪১ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। ৪৪ বলে ৪২ রান করেন ঋতম পোড়েল। তিনি ৭টি চার মারেন।