ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচের নামে হঠাৎই শুরু হল স্লোগান পড়া। কর্ণাটকের ক্রিকেটে একটি ট্রফির ম্যাচের সময় হঠাৎই সকলে দ্রাবিড় দ্রাবিড় স্লোগান দিতে থাকলেন। এমন ঘটনাই দেখা গেল কর্ཧণাটকের মহারাজা ট্রফিতে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন কোচ হিসেবে। এরপরই রাহুল দ্রাবিড় কোচের পদ থেক ইস্তফা দিয়েছিলেন। সাম্প্রতিক সময় কোচ হিসেবে আইসিসি ট্রফিতে দ্রাবিড়ের সাফল্য যথেষ্টই চোখ টানার মতো। গতবছর তাঁর কোচিংয়েই ভারতীয় ক্রিকেট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে রানার্স আপ হয়, এরপর ২০২৩ ওডিআই বিশ্বকাপেও দ্রাবিড়ের কোচিংয়েই ভারত রানার্স আপ হয়। কয়েকমাস আগে ভা🔴রতীয় দলের আইসিসির ট্রফি জয়ের খরা কাটে তাঁর কোচিংয়ে। তাই দ্রাবিড়ের ছেলেও সমিত মাঠে নামতেই তাকে বিপুল ভালোবাসায় ভরিয়ে দিলেন মাঠে উপস্থিত সমর্থকরা।
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রো🦄টিয়াদের ত্রাতাꦦ বার্গার! শেষ উইকেটে জুটিতে তুললেন ৬৩ রান…
মহারাজা ট্রফিতে এবার মাইসুরু ওয়ারিয়র্স দলে খেলার সুযোগ পেয়েছেন রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। বৃহস্পতিবার এই প্রতিযোগিতায় ছিল দ্রাবিড়পুত্রের অভিষেক ম্যাচ। সেখানে অবশ্য প্রথম ম্যাচে অতটাও নজর কাড়ত🌳ে পারেননি সমিত, কিন্তু তিনি ব্যর্থ হলেও তাঁর দল সহজেই জয় তুলে নেয়।
আর💜ও পড়ুন-প্যারিসে কুস্তিতে মাত্র ১ পদক, আন্দোলনকেই দায়ি করলেন 🥂কুস্তি সংস্থার প্রধান! দিলেন ভিনেশকেই দোষ!
মহারাজা ট্রফিতে নাম্মা শিবামোগ্গা দল টসে জিতে ব্যাট করতে পাঠায় মাইসুরু ওয়ারিয়রকে। সেখানে চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্রꩲ ৭ রান করে আউট হয়ে যান সমিত দ্রাবিড়। স্বাভাবিকভাবেই ক্রিকেটভক্তরা আরও বেশি রান দেখতে চেয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবলের ছেলের ব্যাဣট থেকে।
আরও পড়ুন-লামিন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৪! বাবাকে দেখতে হাস🍎পাতালে লামꦫিন…