চ্যাম্꧃পিয়ন্স ট্রফি শুরুর আগেই জোর ধাক্কা বাংলাদেশ শিবিরে। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ লড়াই দিয়ে মিনি বিশ্বকাপ অভিযান শুরু করবেন নাজমুল হোসেন শান্তরা। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে পাকিস্তান-এ দলের কাছে প্রস্তুতি ম্যাচে ল্যাজেগোবরে হল বাংলাদেশ। ব্যাটে-বলে কার্যত আত্মসমর্পণ করতে দেখা যায় শান্তদে🅺র।
সোমবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে পাকিস্তান-এ দলের বিরুদ্ধে অনু🅰শীলন ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নামেন সৌম্য সরকার। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে তারা।
বাংলাদেশ শেষমেশ ৩৮.২ ওভারে ২০২ রান তুলেই অল-আউট হয়ে যায়। চার নম্বরে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন। ৫৩ বলের লড়াকু ইনিংসে তিনি ২টি চার মারেন। ৩৮ বলে ৩৫ রান করেন ক্যাপ্টেন সৌম্য সরকার। তিনি ৪টি চার 🍰মারেন। ২৭ বলে ৩০ রান করেন তানজিম হাসান শাকিব। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
তানজিদ হাসান ৬, নাজমুল হোসেন শান্ত ১২, তৌহিদ হৃদয় ১৯, মুশফিকুর রহিম ৭, জাকের আলি ৪, রিশাদ হোসেন ১৪, নাসুম আহমেদ ১৫ ও তাসকিন আহমেদ ৪ রান করেন। পাকিস্তান-এ দলের হয়ে ১০ ওভারে ৪৩ রান খরচ করে ৪টি উইকেট♔ নেন উসামা মীর। ৪২ রানে ২টি উইকেট নেন মহম্মদ মুসা। ১টি করে উইকেট পকেটে পোরেন আলি রাজা, মুবাসির খান ও সুফিয়ান মুকিম।
পাকিস্তান-এ দলের কাছে লজ্জার হার বাংলাদেশের
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান-এ দল ৩৪.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৯১ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। পাক দলের হয়ে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন মুবাসির খ🔥ান ও ক্যাপ্টেন মহম্মদ হ্যারিস।
মুবাসির ৫৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ৩🔯টি ছক্কা মারেন। ৭৩ বলে ৭৬ রান করে অবসৃত হন হ্যারিস। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া সাহেবজাদা ফারহান ২৩ ও আজান আওয়ায়িস ৩১ রান করেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা ও তানজিম হাসান শাকিব। উইকেট পাননি তাসকিন ও মুস্তাফিজুর।