🍷 ভাগ্য সঙ্গ দেওয়ায় শেষ বলের থ্রিলার জিতে লেজেন্ড ৯০ লিগে চ্যাম্পিয়ন হল গুরকিরৎ সিং মনের নেতৃত্বাধীন ছত্তিশগড় ওয়ারিয়র্স। ১৫ ওভার, অর্থাৎ ৯০ বলের এই টুর্নামেন্টের ফাইনালে তারা পরাজিত করে ফৈজ ফজলের রাজস্থান কিংসকে।
👍সোমবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় লেজেন্ড ৯০ লিগের ফাইনাল ম্যাচ। ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান কিংস। তারা নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
🌱ওপেন করতে নেমে আসাদ পাঠান ২১ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৪ বলে ৩৪ রান করেন অপর ওপেনার ফিল মাস্টার্ড। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে গৌরব তোমর ১৩ বলে ২২ রান করেন। তিনি ৩টি ছক্কা মারেন। চার নম্বরে ব্যাট করতে নেমে রজত সিং ১৭ বলে ২৭ রান করে নট-আউট থাকেন। তিনিও ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
🌸১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৫ রান করে আউট হন ফৈজ ফজল। ১১ বলে ১৬ রান করে অবসৃত হন রাজেশ বিষ্ণোই। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১ বলে ৬ রান করে নট-আউট থাকেন মনপ্রীত গনি। ওয়ারিয়র্সের হয়ে ৩ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট নেন পবন নেগি। এছাড়া ১টি করে উইকেট দখল করেন সিদ্ধার্থ কৌল ও কালিম খান।
ౠপালটা ব্যাট করতে নেমে ছত্তিশগড় ওয়ারিয়র্স ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয়। তারা ১৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে চ্যাম্পিয়ন হয়। ২ উইকেটের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ট্রফি হাতে তোলে ওয়ারিয়র্স।
ꦕআরও পড়ুন:- ICC Awards: বর্ষসেরার পুরস্কার হাতে পেলেন রোহিতরা, জোড়া স্বীকৃতি আর্শদীপের
ঝোড়ো হাফ-সেঞ্চুরি ঋষি ধাওয়ানের
ജওপেন করতে নেমে ঋষি ধাওয়ান ২ বার জীবনদান পান। শেষমেশ ৪০ বলে ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে নট-আউট থাকেন তিনি। ধাওয়ান মোট ১০টি চার ও ২টি ছক্কা মারেন। ৬ বলে ২২ রান করেন অভিমন্যু মিঠুন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১২ বলে ২৪ রান করেন শেল্ডন জ্যাকসন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
🌃আরও পড়ুন:- সচিন নন, সেহওয়াগের মতে ODI-এর সর্বকালের সেরা কোহলি, সেরা পাঁচে নেই রোহিত শর্মা
ꦕমার্টিন গাপ্তিল ৬ রান করে আউট হন। মাত্র ১ রান করেন গুরকিরৎ সিং মন। ৭ রান করে সাজঘরে ফেরেন পবন নেগি। ১ বলে ৬ রান করে নট-আউট থাকেন সিদ্ধার্থ কৌল। রাজস্থানের হয়ে ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অঙ্কিত রাজপুত। ২টি উইকেট নিলেও রাহুল শুক্লা ৩ ওভারে ৫২ রান খরচ করেন। ম্যাচের সেরা হন ঋষি ধাওয়ান।