মাত্র ৯ জনে খেলেও নমিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ যে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার, সেটা বোঝা গেল আরও একবার। টি-২০ বিশ্বকাপের অনুশীলন ম্যাচে শক্তিশালী অ💫স্ট্রেলিয়াকে হেলায় হারাল ক্যারিবিয়ান দল। সৌজন্যে নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েলের ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি।
বিশ্বকাপের আগে নিজেদের ডেরায় দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের টি-২🐼০ সিরিজে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্র্যাক্টিস ম্যাচে মারকাটারি ক্রিকেট উপহার দেন পুরানরা। ৩৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
পোর্ট অফ স্পেনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির♔্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করেন নিকোলাস পুরান। তিনি শেষমেশ ২৫ বলে ৭৫ রানের ধুমধা🌃ড়াক্কা ইনিংস খেলে মাঠ ছাড়েন। পুরান ৫টি চার ও ৮টি ছক্কা মারেন।
এছাড়া ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল ২৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।🌼 ১৮ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। তিনিও ৪টি চার ও ৪টি ছক্কা মারেন। ৩১ বলে ৪০ রান কಌরেন জনসন চার্লস। তিনি ৬টি চার মারেন। শাই হোপ করেন ৮ বলে ১৪ রান। ১৩ বলে ১৮ রানের যোগদান রাখেন শিমরন হেতমায়ের।
জোশ হেজেলউড নমিবিয়ার বি🌃রুদ্ধে গত ম্যাচে ৪ ওভার বল ক🍌রে ৩টি মেডেন নেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ৫৫ রান খরচ করেও উইকেট পাননি। ৬২ রানে ২টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট নেন টিম ডেভিড ও অ্যাস্টান এগর।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২২ রান তোলে। ৩০ বলে ৫৫ রান করেন জোশ ইংলিস। তিনি ৫টি চার ও ৪টি চার মারেন। ২২ বলে ৩৯ রান করেন ন্যাথন এলিস। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ডে🌞ভিড ওয়ার্নার ১৫, অ্যাস্টন এগর ২৮, মিচেল মার্শ ৪, টিম ডেভিড ২৫, অ্যাডাম জাম্পা ২১ ও জোশ হেজেলউড ৩ রান করেন।
আরও পড়ুন:- গত ৮টি T20 বিশ্বকাপে সব থেকে🃏 বেশি রান করে গোল্ডেন ব্যাট জ𓂃েতেন কারা?
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও গুড়াকেশ মোতি। ১টি করে উইকেট নেন আকিল হোসেন, শামার জোসেফ ও ওবে💮দ ম্যাককয়। ম্যাচের সেরা হন পুরান।