বিরাট কোহলির বাড়ির ভিতরটা কেমন দেখতে হবে? বাড়ির ভিতরে কী থাকবে? সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা ছেলে যখন সাফল্যের শিখরে পৌঁছে যান, তখন তাঁর বাড়ির অন্দরমহলটা কেমন, সেটা দেখার ইচ্ছা থাকে অনেকেরই। বিরাটের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। আর যাঁরা বিরাটের বাড়ির অন্দরমহলটা দেখতে চাইতেন, তাঁদের আকাঙ্খা পূরণ করলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। মহারাষ্ট্রের আলিবাগে নিজের বিলাসবহুল বাড়ির অন্দরমহলের দৃশ্য দেখালেন পুরো দুনিয়াকে। আর বিরাটের বাড়ির♏ সেই অন্দরমহলের চারিদিকটা আভিজাত্যের ছোঁয়া ছিল। যা দেখে চোখ আরাম পাবে। সুখ হবে চোখের।
একাধিক রিপোর্ট অনুযায়ী, সেꦍই বিরাটের সেই বাড়ির দাম ১৩ কোটি টাকা। তবে সেখানে রোজ থাকেন না ভারতের তারকা ক্রিকেটার। ছুটি কাটাতে মাঝেমধ্যে সেখানে যান। আর ছুটির সময় যাতে নিজেদের মনের সব কথা ভাগ করে নিতে পারেন, সেজন্য সেই ১৩ কোটি টাকার বাড়িতে একটাও টেলিভিশন নেই বলে জানিয়েছেন বিরাট। তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনও টেলিভিশন। বিনোদনের অন্য কোনও মাধ্যমও নেই এখানে। তাই এখানে যাবতীয় কথাবার্তা হয়।’
সেটা বলতে-বলতেই নিজের বিলাসবহুল বাড়ির চারপাশটা ঘুরে দেখাতে থাকেন বিরাট। সেইসঙ্গে পরিবারের সঙ্গে বসে খাবার খাওয়ার উপর এখন কতটা গুরুত্ব দেন, সেটাও জানান ভারতের তারকা ক্রিকেটার। তাঁর কথায়, ‘পুরো পরিবার একসঙ্গে বসে খাওয়ার বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে আমি নিজে যখন ছোট ছিলাম, তখন সেই কাজটা বেশি করতাম না। আমি জানি, লোকে বেশিরভাগ সময়টা অন্যান্য কাজে ব🍸্যস্ত থাকে। প্র্যাকটিস বা অন্যান্য কোনও কারণে বেশিরভাগ সময় আমিও বাইরে থাকি। কিন্তু যখন কোনও উৎসব থাকে, সেক্ষেত্রে আমাদের কমন প্লেস হয়ে ওঠে ডিনার টেবিল। যেখানে প্রচুর খাবার রাখা থাকে। আর সকলে একসঙ্গে থাকে। ছোটবেলায় আমি যে কাজটা বেশি করতে পারিনি, সেই সুযোগটা এখন যাতে হাতছাড়া না হয়, সেটা নিশ্চিত করি। এটা আমাদের বাড়ির নিয়ম হয়ে গিয়েছে এখন।’
আরও পড়ুন: ভিডিয়ো: ব্রাজিলেও বিরাটের ফ্যান! ছবি দেখেই কোহলিকে চি💛নতে পারলেন রোনাল্ডো
বিরাট জানান, যাবতীয় হই-হট্টগোল থেকে যখন দূরে সরে যেতে চান, তখন আলিবাগের বাড়িতে ছুটি কাটাতে চলে আসেন। এখানে এসে মনটা শা꧂ন্ত হয়ে যায়। তবে আর পাঁচজন সাধারণ মানুষের মতো তাঁর ছুটি কাটে না। অধিকাংশ মানুষ ছুটিতে গেলে যেমন একেবারে দ্বিধাহীনভাবে কোনও কিছুর তোয়াক্কা না ꩵকরে সময় কাটান, নিজের মনের মতো খাবার খান, ডায়েটের পরোয়া করেন না, সেটা পেশাদার ক্রিকেটার এবং ‘ফিটনেস ফ্রিক’ বিরাটের পক্ষে সম্ভব হয় না বলে জানিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার।
তিনি বলেন, ‘আমি ঠিক কোনওদিন ছুটিতে থাকি না। যাঁরা একদম যথাযথ ছুটি নেন, তাঁদের কাছে এই কথাটার কোনও অর্থ আছে কিনা, তা জানি না। আমার মনে হয় না যে তাঁদের কাছে এটার কোনও অর্থ আছে না। আমার ক্ষেত্রে (এটা বলতে পারি যে) আমায় সবসময় নির্দিষ্ট ডায়েট মেনে চলতে হয়। ট্রেনিংয়ের রুটিনও নির্দিষ্ট থাকে। তাই আমার (রোজকার) সকালের রুটিনটা একইরকমের হয়। ঘু♚ম থেকে উঠি, কিছুটা উপভোগ করি, আরাম করি, কিছুটা লেবুজল খাই, সকালের মধ্যে মিশে যাই। ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। তারপর দিন এগোতে থাকে।’
আরও পড়ুন: Vir🌜at-Anushka's Daughter: ভামিকার ৩ বছরের জন্মদিন, মেয়েকে নিয়ে অজানা কোন কথা ফাঁস করেন✱ অনুষ্কা