রবি শাস্ত্ꦏরী যখন ভারতীয় দলের হেড কোচ ছিলেন, তখন তাঁকে আক্রমণ শানিয়েছিলেন গৌতম গম্ভীর। কার্যত ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। আর সেই মন্তব্যের ভিডিয়ো খুঁজে বের করে এনে পালটা ভারতীয় দলের বর্তমান হেড কোচ গম্ভীরকে তুলোধোনা করলেন নেটিজেনদের একাংশ। ইতিহাসে প্রথমবার ভারত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (যে সিরিজে ন্যূনতম তিনটি টেস্ট আছে) হওয়ার পরে নেটি🍷জেনরা বলতে শুরু করেছেন, 'আগে প্রচুর গম্ভীর-গম্ভীর কথা বলতেন গৌতম। কোচ হওয়ার পরে নিশ্চিতভাবে এসব কথাগুলো মনে পড়ে।' শুধু তাই নয়, নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, গম্ভীরকে যে ভারতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে, সেটা ২০২৪ সালের সবথেকে বড় ‘স্ক্যাম’। সোশ্যাল মিডিয়ায় একাধিক মিমও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়ে গিয়েছে শাস্ত্রীকে নিয়ে গম্ভীরের করা সেই মন্তব্যের ভিডিয়োও।
১৫-২০ বছরের সেরা ভারতীয় দল এটা, বলেছিলেন শাস্ত্রী
আর গম্ভীর যে শাস্ত্রীকে সেই আক্রমণ শানিয়েছিলেন, সেটা তৎকালীন ভারতীয় দলের হেড কোচের একট🔯ি মন্তব্যের প্রেক্ষিতে। ২০১৮ সালে ইংল্যান্ডে গিয়ে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হারের পরে তৎকালীন ভারতীয় কোচ🌠 শাস্ত্রী বলেছিলেন, 'গত ১৫-২০ বছরের মধ্যে এমন কোনও ভারতীয় দলকে দেখতে পাচ্ছি না, যে টিম এত কম সময়ের মধ্যে এরকম পারফরম্যান্স করেছে। এই সিরিজে কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় খেলেছে। অর্থাৎ প্রতিভা এবং সম্ভাবনা আছে। এটা স্রেফ মানসিকতা আরও দৃঢ় করার ব্যাপার।'
হারলে বুকে বিঁধতে হবে, বলেছিলেন শাস্ত্রী
সেইসঙ্গে তিনি বলে🅺ছিলেন, 'যখন তুমি হারবে, তখন তোমার বুকে সেটা বিঁধতে হবে। তবেই তুমি আরও গভীর গিয়ে পুরো বিষয়টা বিশ্লেষণ করতে পারবে এবং এরকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য সঠিক উপায় পাবে। আর ফিনিশিং লাইন পেরিয়ে যেতে পারবে। তুমি যদি বিশ্বাস করো, তাহলে একদিন নিশ্চিতভাবে তুমি পারবেই।'
'নিজে কিছু জেতেননি তো..', কটাক্ষ করেছিলেন গম্ভীর
আর শাস্ত্রীর সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হতে নিউজ১৮ নেটওয়ার্কের একটি সাক্ষাৎকারে গম্ভীর বলেছিলেন, ‘(এই কথাটা শুনে) হাসি ছাড়া আর কিছু মাথায় আসছে না। কারণ আমি নিশ্চিত, হয় (ভারতের) রেকর্ডের বিষয়ে জানেন না রবি শাস্ত্রী, আর নাহলে অ𓄧তীতের কোনও সিরিজ দেখেননি।’
গম্ভীর আরও বলেছিলেন, 'অনেক সময় এরকম হয়। যখন আপনি নিজে ক🦩িছু জেতেননি, তখন মনে হয় যে আপনি যে দলের কোচ হয়েছেন, সেটাই সবথেকে ভালো দল। কারণ আপনি নিজে (তো কিছু জেতেননি)। সেই ওয়ার্ল্ড সিরিজে ওই 𒁏অডিটা জিতেছিলেন, তাছাড়া আমার তো মনে পড়ছে না যে দেশের বাইরে কিছু জিতেছিলেন।'