শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটে জগতে বিশেষ করে মহিলা ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা তারকা বাঁ-হাতি ওপেনিং ব্যাটার তথা সহ অধিনায়কস্মৃতি মন্ধানা। ব্যাট হাতে ভারতের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিচ্ছ﷽েন তিনি। এই বছরে তাঁর নেতৃত্বেই ডব্লুপিএলের শিরোপা জিতেছে আরসিবি। আইপিএলে দীর্ঘ এক দশকের বেশি সময় খেলে এখনও পর্যন্ত যা করতে পারেননি বিরাটরা, স্মৃতি মন্ধানারা তা করে দেখিয়েছেন মাত্র দুই বছরে। দলের অধিনায়ক হিসেবেও বেশ জনপ্রিয় স্মৃতি। সম্প্রতি ঘরোয়া লাল বলের ক্রিকেটে তিনি এমন একটি কান্ড ঘটিয়েছেন যা নজর কেড়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। তার সহৃদয়তায় মুগ্ধ হয়েছেন সকলেই। ঠিক কী করেছেন স্মৃতি মন্ধানা? আসুন একটু জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
ভারতীয় ক্রিকেটে নবীন তারকাদের তুলে আনতে বদ্ধপরিকর স্মৃতি মন্ধানা। তা🐬দেরকে ম্যাচে সুযোগ করে দিতে ও তারা যাতে ২২ গজে আরও বেশি ম্যাচ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে সেই কাজটাই করলেন স্মৃতি মন্ধানা। তিনি নিজে ওপেনিং পজিশনে ব্যাট করেন। বরাবর তাই করে এসেছেন। তবে এবার এক জুনিয়র সতীর্থ, নবীন তারকা যাতে আরও বেশি করে বল খেলার সুযোগ পান তা করে দিতেই ঘরোয়া ক্রিকেটে লাল বলের টুর্নামেন্টে নিজেকে ব্যাটিং অর্ডারে নিজেকে নামিয়ে আনলেন তিনি। আশ্চর্যের বিষয় তিনি নিজেকে ওপেনিং থেকে নামিয়ে মিডল অর্ডারেও নামাননি। একেবারে সোজা নিয়ে🍨 চলে গিয়েছেন আট নম্বরে! তাঁর লক্ষ্য ছিল নবীন তারকাদের আরও বেশি ম্যাচ পরিস্থিতিতে খেলার সুযোগ করে দেওয়া। সেই উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। আর তাতেই তাঁকে প্রশংসায় ভরিয়েছেন বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই।
ঘটনাটি ঘটেছে ইন্টার জোনাল মাল্টি-ডে ট্রফির ম্যাচে। যেখানে মুখোমুখি হয়েছিল পশ্চিমাঞ্চল এবং সেন্ট্রাল জোন। ম্যাচে পশ্চিমাঞ্চলের হয়ে খেলেন স্মৃতি মন্ধানা। বিসিসিআইয়ের তরফে ছয় বছর বাদে লাল বলের ক্রিকেটে মহিলাদের এই টু🦋র্নামেন্ট চালু করা হয়েছে। ২৮ মার্চ থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।পুনেতে খেলা হচ্ছে ম্যাচ। নবীন তারকাদের জন্য এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা অনুধাবন করেছেন স্মৃতি মান্ধনা। আর তা করেই তিনি দলের নবীনদের সুযোগ দিতে ব্যাটিং অর্ডারে তাদ🔥েরকে উন্নীত করেছেন। পশ্চিমাঞ্চলের হয়ে এদিন ইনিংস ওপেন করেছেন রিয়া চৌধুরী এবং দেবিকা বৈদ্য।