চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই বড় ধাক্কা খেলেন বাবর আজমরা। ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারল পাকিস্তানꦉ। শুক্রবার করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ২৮ বল বাকি থাকতে ৫ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় কিউয়িরা। এদিন পাকিস্তান ব্যাটে-বলে- সবেতেই নিরাশ করেছে।
আরও পড়ুন: 🎉২৭টি ব্যাগ নিয়ে অজি সফরে গিয়েছিলেন তারকা, নড়ে যায় BCCI- রিপোর্ট
🦩টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তানই। তবে শুরুতেই ধাক্কা খায় মেন ইন গ্রিন। দলের ১৬ রানের মাথায় তারা ফখর জামানের উইকেট হারায়। ১৫ বলে ১০ করে আউট হন ফখর। দলের ৪৬ রানের মাথায় আউট হন সাউদ শাকিল। ১৪ বলে ৮ করেন তিনি। এর পর দলের যখন ৫৪ রান, তখন তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ৩৪ বলে ২৯ করে বাবর আজম সাজঘরে ফেরেন। কিন্তু চতুর্থ উইকেটে মহম্মদ রিজওয়ান এবং সলমন আগা কিছুটা হাল ধরেছিলেন। তাঁরা জুটিতে ৮৮ রান যোগ করেন। ৭৬ বলে ৪৬ করে রিজওয়ান আউট হয়ে যান। তিনিই পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন। তাঁর এই ইনিংসে রয়েছে চারটি চার, একটি ছক্কা।
আরও পড়ুন: 🐼গম্ভীরের ব্যক্তিগত সহকারীকে থাকতে হচ্ছে আলাদা হোটেলে, টিম হোটেলে তাঁরও নো এন্ট্রি- রিপোর্ট
﷽এছাড়া সলমন আগা ৬৫ বলে ৪৫ রান করেন। তৈয়ব তাহির করেন ৩৩ বলে ৩৮ রান। ফাহিম আশরফ ২১ বলে ২২ রান করেন। ১৭ বলে ১৯ করেন নাসিম শাহ। পাকিস্তানের বাকিরা অবশ্য এক অঙ্কেই আটকে যান। ৪৯.৩ ওভারে ২৪২ রানে অলআউট হয়ে যান বাবররা। নিউজিল্যান্ডের উইল ও'রোর এদিন দুরন্ত বোলিং করেন। ৯.৩ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন। মাইকেল ব্রেসওয়েল ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। মিচেল স্যান্টনার আবার ২০ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি এবং নাথান স্মিথ।
আরও পড়ুন: 🍎জিও, স্টার মিলে যাওয়ায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL 2025
🌜কিউয়িরা রান তাড়া করতে নামলে শুরুতেই উইল ইয়াংকে ফেরান নাসিম শাহ। ইনিংসের দ্বিতীয় ওভারে দলের এবং নিজের ৫ রানের মাথায় সাজঘরে ফেরেন ইয়াং। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন হাল ধরেন। এই জুটি যোগ করেন ৭১ রান। ৪৯ বলে ৩৪ করে আউট হন উইলিয়ামসন। ডেভন কনওয়ে আবার মাত্র ২ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। ৫টি চারের সৌজন্যে ৭৪ বলে ৪৮ করে আউট হন তিনি। তবে ডারিল মিচেল হাফসেঞ্চুরি পূরণ করেন। ৬টি চারের সৌজন্যে মিচেল ৫৮ বলে ৫৭ রান করেন। টম লাথামও অর্ধশতরান করে আউট হন। ৬৪ বলে ৫৬ করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার। ১৭ বলে ২০ করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে ২৪৩ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। পাকিস্তানের নাসিম শাহ ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, আব্রার আহমেদ এবং সলমন আগা।