🐻 শুভব্রত মুখার্জি:- পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। শেষ কয়েক বছর ধরে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ হোক কিংবা ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ব্যর্থতা কার্যত তাদের তাড়া করে বেড়াচ্ছে।পরপর দুই বিশ্বকাপে নক আউট পর্বে যেতে ব্যর্থ হয়েছে তারা।এমন আবহে তাদের গাটা ঘায়ে কার্যত নুনের ছিটে পড়েছে ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হার।তাও আবার হোয়াইট ওয়াশ হতে হয়েছে বাবরদের।
⭕আরও পড়ুন-CPL-এ হেতমায়ের-গুরবাজ তাণ্ডব! দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্কোর গায়ানার! উঠল ২৬৬/৭
🦹 এমন আবহে দলের অন্দরের নানা বিবাদের কথা সামনে উঠে আসছে। দলে যে সবকিছু ঠিকঠাক নেই তা মনে করছেন পাকিস্তান ক্রিকেটের সমর্থকরা। বিশেষ করে টেস্ট অধিনায়ক শান মাসুদের সঙ্গে দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির সম্পর্কের যে সমস্যা রয়েছে তা মনে করছেন অনেকেই।সম্প্রতি একটি ভিডিও ক্লিপ তাতে ঘৃতাহুতি করেছে। কিন্তু এই সমস্ত অভিযোগ,জল্পনা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন শান মাসুদ।
ꦓদলীপের প্রথম দিনেই ব্যর্থ KKR অধিনায়ক!রান পেলেন না ঈশ্বরণ,যশস্বীর ফর্মও চিন্তায় রাখল নির্বাচকদের…
ꦰ প্রসঙ্গত রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান দল থেকে হঠাৎ বাদ পড়তে হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। টিম ম্যানেজমেন্টের নাকি তিনি অপছন্দের তালিকাতে রয়েছেন! ম্যানেজমেন্টের এক ব্যক্তি নাকি তাঁকে দলে চান না! টাইগারদের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পর শাহিনের ফিটনেস নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন লাল বলের কোচ জেসন গিলেস্পিও। এমন আবহে এগিয়ে এসেছেন পাক অধিনায়ক শান মাসুদ। তাঁর মতে শাহিন সহ গোটা দলের সঙ্গে কারুর সঙ্গে কারুর কোন মত বিরোধ নেই। জল্পনার কেন্দ্রে রয়েছে প্রথম টেস্টের একটি ভিডিও ক্লিপ। মাসুদ এবং শাহিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
🅰ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭১২ রান,টি২০ বিশ্বকাপ জয়! যশস্বীর টার্গেট এবার চ্যাম্পিয়ন্স ট্রফি…
🌌 শান মাসুদ জানিয়েছেন 'আমাদের(শাহিন এবং শানের) মধ্যে কোনও সমস্যা নেই। যে ভিডিও ঘিরে জল্পনা তৈরি হয়েছে তা যে ঘটনা ঘটেছ সেই গোটা ঘটনার একটি অংশ মাত্র। পুরোটা যদি সকলে দেখতেন তাহলে আপনারা সকলে বুঝতে পারবেন। পরের দিকে আমি কিন্তু শাহিনের কাঁধে হাত রেখে কথা বলেছিলাম।ভালভাবেই কথা হয়েছে। শাহিন দলের সেরা বোলার। ওঁর ফর্মে থাকা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। কীভাবে ও দেশের নিজের সেরাটা দিতে পারে, সেটা নিয়েই আলোচনা করছিলাম আমরা। সামনে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। শাহিনকে গোটা মরশুমেই দরকার রয়েছে দলের।’