২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশেষ কিছু হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তও টিম ইন্ডিয়ার অংশ। ঋ♎ষভ যেখানেই যান, তাকে মজা করতে দেখা যায়, ভারী পরিস্থিতিতেও তিনি সকলকে বিনোদন দেন। পন্ত মজা করেন এবং অন্য খেলোয়াড়দের সঙ্গে ঠাট্টা করেন। এবার সেই বিষয় নিয়েই মন্তব্য করেছেন দলের সিনিয়র তারকা রবীন্দ্র জাদেজা।
ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তাঁর সতীর্থ ঋষভ পন্তকে নিয়ে বড় মন্তব্য করলেন। ভারতীয় ক্রিকেট দলে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্তের অমূল্য ভূমিকা সম্পর্কে মুখ খুললেন জাদেজা। জাড্ডুর মতে দলের মধ্যে পনꦕ্তের প্রভাবের প্রতিফলন দেখা যায়।
কী বললেন জাদেজা?
রবীন্দ্র জাদেজা সেভেন ক্রিকেটের সঙ্গে কথা বলার সময় পন্তের শক্তির কথা তুলে ধরেছেন। ঋষভকে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার♏ হিসেবেও অভিহিত করেছেন জাদেজা। রবীন্দ্র জাদেজা বলেন, ‘সে খুবই উত্তেজনাপূর্ণ ক্রিকেটার। পন্ত যꦑখনই দলে থাকে, সে সবসময় সকলকে হাসায়। সে সেরাদের একজন।’
দেখুন ভিডিয়ো-
পন্তকে নিয়ে আশা প্রকাশ করেছেন জাদেজা-
ঋষভ পন্ত, যিনি ২০২১ সালে গাব্বাতে চূড়ান্ত টেস্ট জয়ের নায়ক ছিলেন, ত💯িনি এবারও ব্যতিক্রমী ফর্মে রয়েছেন। ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের সিরিজের আগে অস্ট্রেলিয়া এবং ভারত উভয় দলের সমর্থকদের মধ্যে ঋষভ পন্তকে ঘিরে আলাদা একটা উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি। তবে তার আগে রবীন্দ্র জাদেজা আশা প্রকাশ করেছেন যে পন্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে তার সেরাটা দেখাবেন এবং ম্যাচ জেতানো পারফরম্যান্স খেলবেন।
কঠিন চ্যালেঞ্জের সামনে টিম ইন্ডিয়া-
নিউজিল্যান্ডের কাছে হতাশাজনক হোম হোয়াইটওয়াশের পরেই বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে মাঠে প্রবেশ করবে ꦺটিম ইন্ডিয়া। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে সিরিজের প্রথম টেস্টে পাওয়া যাবে না। ফলে দলটির মধ্যে নির্বাচন সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টিকে আরও খারাপ করেছে শুভমন গিলের চোট। তাঁরও প্রথম টেস্ট খেলার সম্ভাবনা খুবই কম। ভারতকে সিরিজের প্রথম ম্যাচে নামার আগেই বেশ কয়েকটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে হচ্ছে।
পন্ত ইনস্টাগ্রামে কী লিখলেন-
এদি🍰কে ঋষভ পন্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন💜, যাতে অন্যান্য খেলোয়াড়রা যারা বিজিটি-র অংশ ছিল তাদের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। এতে বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও রয়েছেন।