মডেল তানিয়া সিংয়ের মৃত্যুর ঘটনার সন্দেহভাজনের তালিকায় রয়েছেন ইন্ডিয়ান প🔯্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটার অভিষেক শর্মার নাম। ফোন কল খতিয়ে দেখতে গিয়েই সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ক্রিকেটার অভিষেকের কথা জানতে পারে পুলিশ। বুধবার এক কর্মকর্তা জানিয়েছেন, মডেল তানিয়া সিংয়ের সন্দেহভাজন আত্মহত্যার ঘটনায় পুলিশ🥂 আইপিএল ক্রিকেটার অভিষেক শর্মাকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে।
অভিষেক শর্মার সঙ্গে প্রায় সাত মাস💞 আগে পর্যন্ত তানিয়া সিংয়ের সম্পর্ক ছিল বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৮ বছর বয়সী মডেল তানিয়া সিংকে ১৯ ফেব্রুয়ারি সুরাটের ভেসু এলাকায় তাঁর অ্যাপার্টমেন্টের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। সুইসাইড নোটও পাওয়া গিয়েছিল।
অভিষেক শর্মা, যিনি পঞ্জাবের বাসিন্দা, তাঁকে পুলিশ প্রাথমিক তদন্তের পর জিজ্ঞাসাবাদ করে। এবং তাঁর বিবৃতি রেকর্ড করা হয়। পুলিশের সেই কর্মকর্তা জানিয়েছেন, অভিষেকের সঙ্গে তানিয়া সিংয়ের আগে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং মৃত্যুর আগে তরুণী ক্রিকেটারকে মেসেজও পাঠিয়েছিলেন। যদিও অভিষ✃েক তার জবাব দেননি। ক্রিকেটার অভিষেক শর্মাকে ভেসু থানায় প্রায় চার ঘন🦩্টা জিজ্ঞাসাবাদ করে। এবং তার পরে তাঁকে যেতে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা তানিয়া সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক সম্পর্ক নিয়ে অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছি। এবং কখন থেকে তারা একে অপরকে চিনত, সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। তবে অভিষেক জান🐼ান, ৬ থেকে ৭ মাস আগে উভয়েরই বিচ্ছেদ হয়েছে। যদিও অভিষেককে ফোনে টেক্সট মেসেজ পাঠাতেন তানিয়া। অভিষেক তার উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছিলেন।’
অভিষেক শর্মা এখনও পর্যন্ত রঞ্জি ট🤪্রফি এবং বিজয় হাজারে ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে খেলেছেন। এবং আইপিএসে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এবং সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলেছেন।
প্রাথমিক তদন্তে এর আগে জানা গিয়েছিল যে, অভিষেক শর্মাকে হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি বার্তা পাঠিয়েছিলেন তানিয়া। কিন্তু তাতে কিন্তু তাতে কোনও জবাব দেননি অভিষেক। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, প্রণয় ঘটিত কোনও ব্যাপার রয়েছে তানিয়ার এইꦍ আত্মহত্যার পিছনে।