Hardik Pandya's Test comeback rumor: টিম ইন্ডিয়ার টেস্ট দলে কি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফিরতে পারবেন? এই প্রশ্ন নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি তাঁকে লাল বল নিয়ে অনুশীলন করতেও দেখা গিয়েছে। এরপরেই অনেকে বলতে শুরু করেছেন যে হা🌄র্দিক টেস্ট দলে ফেরার জন্য এই লাল বলে অনুশীলন করছেন।
হার্দিককে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে
আসলে ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ভারতের হয়ে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন হার্দিক। এরপর থেকে ফিটনেস সমস্যার কারণে টেস্ট ক্রিকেট থেকে দূরে রয়েছ🎶েন তিনি। এমনকি ২০১৮ সালের পর থেকে ঘরোয়া ক্রিকেটেও লাল বলের ম্যাচ খেলেননি ৩০ বছর বয়সি হার্দিক পান্ডিয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও তার কাজের চাপ সামলাতে হয়। তবে সম্প্রতি হার্দিক পান্ডিয়াকে নেটেতে লাল বলে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এর পরেই অনেকে প্রশ্ন করেছেন তাহলে কি হার্দিক টেস্টে ফিরতে চলছেন?
আরও পড়ুন… ICC-র এলিট প্যানেল থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন, এবার ꦚঅবসরের ঘোষণা করলেন পাক আম্পায়ার আলিম দ🌸ার
সাদা বল পায়নি বলে লাল বলে অনুশীলন করছেন হার্দিক-পার্থিব
নেটে লাল বলে অনুশীলন করার বিষয়ে এবার✅ মুখ খুললেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। তিনি বলেন, ‘টেস্ট দলে হার্দিক পান্ডিয়া ফিরবেন, এটা নিয়ে আমি ভাবছিই না। সাদা বল না পাওয়ায় জন্যই হয়তো তিনি লাল বল নিয়ে অনুশীলন করছিলেন। আমি মনে করি না তার শরীর চারদিনের বা পাঁচ দিনের ম্যাচের জন্য অনুমতি দেবে। তাঁকে কমপক্ষে একটি প্রথম-শ্রেণির খেলা খে༒লতে হবে (টেস্টে বাছাইয়ের জন্য বিবেচনা করার আগে), যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম।’
হার্দিকের প্রত্যাবর্তন কঠিন হবে-দীনেশ কার্তিক
ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকও বিশ্বাস করেন যে হার্দিক পান্ডিয়ার টেস্ট ক্রিকেটে ফেরা কঠিন হবে। কারণ তিনি তার শরীরকে কাছ থেকে জানেন। কার্তিক ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে পান্ডিয়ার ফাস্ট বোলিং 𒁏এবং ব্যাটিং অস্ট্রেলিয়ায় উপকারী হবে, তবে তিনি মনে করেন না যে পান্ডিয়ার শরীর টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত।
আরও পড়ুন… রোহিত শর্মার🧸 পরে কে হবেন ভারতীয় দলের আদর্শ ক্যাপ্টেন? পাক প্রাক্তনীর বড় ভবিষ্যদ্বাণী
দীনেশ কার্তিক ক্রিকবাজের একটি শোতে বলেছিলেন, ‘অস্ট্রেলিয়াতে হার্দিক টেস্ট টিমে খেললে সত্যিই ভালো হত। বিশে⛄ষ করে তার দক্ষতায় অস্ট্রেলিয়ায় দ্রুত বোলিং ও ব্যাট করাটা ভালো হত। কিন্তু সত্যি বলতে আমি অবাক হব কারণ আমি তার শরীরক অবস্থাটা জানি। তিনি আজ যে অবস্থায় আছেন, টেস্ট ক্রিকেট খেলা তার জন্য সহজ হবে না। তাই তাঁকে আবার টেস্ট দলে দেখলে অবাক হব।’