শেষ হয়েছে IPL ২০২৫-এর জন্য প্লেয়ার রিটেনশন প্রক্রিয়া। ইতিমধ্যেই সব দলগুলো কাদের কাদের ভবিষ্যতের জন্য ধরে রাখতে চায় তা জানিয়ে দিয়েছে। এখন নজর মেগা অকশনের দিকে। রাজস্থান রয়্যালস দলের হেড কোচ রাহুল দ্রাবিড় আশাবাদী তাঁরা পুরোনো সব প্লেয়ারকে আবার অকশনে তুলে নেবেন বলে। তবে তিনি এটাও জানেন কাজটা সহজ হবে না মোটেও। ৬ জন প্লেয়ারকে রিটেন করার পর এখন RR-এর হাতে মাত্র ৪১ কোটি টাকা রয়েছে। যেখানে অন্যান্য অনেক দলের কাছে এর থেকে অনেক বেশি টাকা রয়েছে। তাও তাঁরা যত সম্ভব💜 বেশি ক্রিকেটারকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে বলে জানিয়েছেন দ্রাবিড়।
RR-এর হেড কোচ বলেন, ‘রাহুল দ্রাবিড় কি ২০২৪ সালের একই RR সাইডের কোচ হতে চান? একেবারে হ্যাঁ। আমরা বেশিরভাগ ক্রিকেটারদের ধরে রাখতে পছন্দ করব, কিন্তু অকশনের গতিশীলতা কখনও কখনও এটিকে চ্যালেঞ্জিং করে তোলে। জোস, যুজি, অ্যাশ, বোল্ট༺ এবং আরও অনেকের মতো সুপারস্টারদের ছেড়ে দেওয়া আমাদের জন্য অবিশ্বাস্যভাবে কঠিন ছিল। আমরা অবশ্যই তাদের মধ্যে যত জনকে সম্ভব মেগা অকশন থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব।’ এখন দেখার পুরোনো প্লেয়ারদের মধ্যে কতজনকে RR আবার নিজেদের দলে ফিরিয়ে আনতে পারে। ꦇ
রাজস্থান রয়্যালস ৫ জন ক্যাপড ও একজন আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করেছে। এদের মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল,শিমরন হেতমায়ের এবং সন্দীপ শর্মা।▨ সঞ্জু স্যামসন এবং যশস্বী জসওয়ালকে ১৮ কোটি টাকায়, রিয়ান পরাগ𝓀 এবং ধ্রুব জুরেলকে ১৪ কোটি টাকায়, শিমরন হেতমায়েরকে ১১ কোটি টাকায় এবং সন্দীপ শর্মাকে ৪ কোটি টাকায় রিটেন করা হয়েছে। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, জোস বাটলারের মতো তারকা ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে RR-এর তরফে।