সোমবার, ১৪ অক্টোবর, রঞ্জি ট্রফি গ্রুপ এ ম্যাচে ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইকে ৮৪ রানে বিধ্বস্ত করেছে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের ছয় উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার ভার্গব ভাট। এই ম্যাচটি চার দিন ধরে দারুণ উত্থান-পতন দেখা গিয়েছিল। কিন্তু ৩৪ বছর বয়সি ভাট ১৯.৪ ওভারে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বরোদাকে ম্যাচটি জিততে সাহায্য করেন। দ্বিতীয় ইনিং🥀সে মুম্বইয়ের ব্যাটিং অর্ডারের পিঠ ভেঙে দিয়েছিলেন ভ🐻ার্গব ভাট। প্রথম ইনিংসে তিনি চারটি উইকেট নিয়েছিলেন। বরোদার জন্য স্মরণীয় জয় পেতে বড় ভূমিকা পালন করেছিলেন ভার্গব ভাট।
আরও পড়ুন… কোহলি যে ভাবে তাকিয়𝓡ে ছিলেন সেটা কখনও ভুলতে পারব না- বিরাটকে আউট করেও সেলিব্রেশন করেননি গুরজপনীত সিং
কেমন ছিল ইরাকি কাপ জয়ী মুম্বই দলের এদিনের ব্যাটিং ইনিংস-
দ্বিতীয়✨ ইনিংসে জয়ের জন্য ২৬২ রান তাড়া করতে নেমে মুম্বই দল ৪৮.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায়। ৪২ বারের চ্যাম্পিয়ন মুম্বই এ দিনের শুরুটা করেছিল ২ উইকেটে ৪২ রানে। শেষ দিনে ম্যাচ জিততে তাদের দরকার ছিল ২২০ রান। শীর্ষ স্কোরার সিদ্ধেশ লাড (৫৯) এবং শ্রেয়স আইয়ারের (৩০) মধ্যে ৪১ রানের জুটি ছাড়া, মুম্বই ব্যাটসম্যানদের কাছ থেকে কোনও বিশেষ লড়াই দেখা যায়নি। শেষ পর্যন্ত তারা ৩৮.৫ ওভারে ১৩৫ রানে ৮ উইকেট হারিয়েছিল।
আরও পড়ুন… IND vs AUS: মাঠেই ভেঙে পড়লেন হরমন, মুখ ঢাক🅷লেন স্মৃতি! পরাজয়ের পরে কেমন ছিল ভারতের সাজঘরের ছবি
শ্রেয়স আইয়ার ও লাডকেও আউট করেন ভার্গব ভাট-
সোমবার পঞ্চম দিনে ১২ রানে আউট হওয়া প্রথম মুꦰম𝔉্বই ব্যাটসম্যান ছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এর পরেই প্যাভিলিয়নে ফেরেন আয়ুশ মাত্রে (২২)। দুজনেই ভাটের শিকার হন। আইয়ার এবং লাডকেও আউট করেন ভাট। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শনিবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৭৬ রানের লিড নিয়ে এগিয়ে যায় বরোদা। পরের দিন, ডান-হাতি অফ-স্পিনার তনুশ কোটিয়ান মুম্বইয়ের পক্ষে একটি দুর্দান্ত বোলিং পারফরম্যান্স তৈরি করেছিলেন, পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যায় বরোদা দল।
আরও পড়ুন… MI-এ কি ভারতের T20 WC 2024 জয়ী দলের কোচের এন্ট্রি হবে? কোথায় বসতে পারে IPL 2𒅌025 মেগা নিলাম
মুম্বইয়ের ব্যাটিং কাজ করেনি
মুম্বইয়ের🐼 দ্বিতীয় ইনিংসের কথা বলতে গেলে, ১২ রান করে আউট হন পৃথ্বী শ। হার্দিক তামোর ৬ রান, শামস মুলানি ১২, শার্দুল ঠাকুর ৮, তনুশ কোটিয়ান ১ ও মোহিত অবস্থি ৫ রান করে আউট হন। হিমাংশু সিং ১ রান করে অপরাজিত থাকেন। বরোদার হয়ে মহেশ পিথিয়া ২টি ও জ্যোৎস্নীল সিং ১টি উইকেট নেন।