চেন্নাই সুপার কিংসের হয়ে ঘর ওয়াপসি রবিচন্দ্রন অশ্বিনের। তাঁকে রবিবার IPL ২০২৫-এর মেগা অকশনের প্রথমদিন ৯.৭৫ কোটি টাকার বিনিময় কিনে♈ নিয়েছে CSK। অতীতে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার রেকর্ড রয়েছে তাঁর। আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশের আগে থেকেই তিনি CSK-র হয়ে খেলা শুরু করেছিলেন। ফের একবার এই দলে ফিরতে পেরে তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন। অশ্বিন জানিয়েছেন, এই হলুদ জার্সি তাঁকে অনেক কিছু শিখিয়েছে। ২০✅০৮ সালে সুপার কিংসের সঙ্গে যুক্ত হয়েছিলেন অশ্বিন। তিনি বলেন, ‘জীবন একটা বৃত্ত, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে এই হলুদ জার্সি পরতে পারার জন্য আমি চিরকাল ঋণী। CSK-তে আমি যা শিখেছি তা আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু অর্জন করতে সাহায্য করেছে।’
আবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বল করতে হবে ভেবে বেশ নস্টালজিক অশ্বিন। তিনি বলেন, ‘আমি প্রায় ১০ বছর আগে শেষবার চেন্নাইয়ের হয়ে খেলেছিলাম। আমি জানি না কিভাবে প্রকাশ করব, তারা আমায় অনেকগুলি বিষয়ের মধ্যে থেকে বেছে নিয়েছে। তার মধ্যে যে বিষয়টা আমায় নস্টালজিক করে তুলেছ🌊ে সেটা হল তারা যেইভাবে আমার জন্য অকশনে ঝাঁপিয়েছে। এটা আমায় ২০১১ সালের কথা মনে করিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটা আমায় আবার অতীতে ফিরিয়ে নিয়ে গেছে, খুবই স্পেশাল একটা অনুভূতি।’
রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ের সমর্থকদের সম্পর্কে বলতে গিয়ে জানান, তাঁরা সেরা সমর্থক। তিনি আবার তাঁদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, ‘আমি গত এক দশকে 🃏অনেক 'অ্যানবুডেন' ফ্যান ক্রেজ দেখেছি। আমি যখন রাজস্থান রয়্যালসের সঙ্গে ছিলাম, তখন CSK-র বিরুদ্𝔍ধে খেলা কঠিন ছিল, কারণ কেউ উল্লাস করত না। কিন্তু, আমি আবার সেই সমর্থকদের সামনে খেলার জন্য উৎসাহী।’ অশ্বিন আবার ধোনির সঙ্গে খেলতে পারার বিষয়টি নিয়ে খুবই খুশি। তিনি বলেন, ‘আমি খুবই খুশি আবার এমএস ধোনির সঙ্গে মিলিত হওয়ার খবরে এবং অবশ্যই রুতুরাজ গায়কোয়াড়ের অধীনে খেলার জন্য।’