গতবার আইপিএলে সব থেকে দামি ক্রিকেꦏটার হয়েছিলেন মিচেল স্টার্ক। প্রথমে প্যাট কামিনসকে প্রায় ২০ কোটি টাকায় কিনে তাঁকে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার বানিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। এরপর মিচেল স্টার্ককে প্রায় ২৫ কোটি টাকা খরচ করে কিনে তাঁকে সবচেয়ে দামি ক্রিকেটার বানায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এবার তাঁদেরই টক্কর দিকে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, যদি তিনি নিলামে আসেন।
আরও পড়ুন-‘ইন্🍬ডিয়া কো হারানা মুশকিল হি নেহি…’ বিধ্বংসী ভারতকে দেখে আতঙ্কিত কিউয়ি কোচ…
সামনে আইপিএলের নিলাম। এবার বিদেশের মাটিতে বসবে আইপিএলের নিলামের আসর। চলতি মাসের মধ্যেই সব দলকে জানাতে হবে, কোন কোন ক্রিকেটারদের রিটেন করা হবে। মুম্বই ইন্ডিয়ান্সꦆ থেকে রোহিত শর্মা বেরিয়ে যেতে পারেন, এই গুঞ্জন দীর্ঘদিনের। এবার এই নিয়েই বড় বার্তা দিলেন ভারতীয় দলে হিটꦉম্যানের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন-বুমরাহকে ভয়! বর্ডার গাভ𒊎াসকর ট্রফিতে ওপেনিং করবেন না! আগেই বোꦓর্ডকে জানালেন স্মিথ!
হার্দিক আসতেই, অপসারিত হয়েছিলেন রোহিত…
গত আইপিএলের আগেই হার্দিক পাণ্ডিয়াকে গুজরাট টাইটানস থেকে ট্রেডের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সে এনেছিল টিম ম্যানেজমেন্ট। বিপুল অর্থে শুধু হার্দিক আসেননি, অধিনায়ক পদও পেয়েছিলেন। কার্যত অধিনায়কত্ব থেকে অপসারি𝓡ত করা হয় রোহিত শর্মাকে, ভারত অধিনায়ক হিসেবে যা অত্যন্ত অপমানজনক। এরপরই তাঁর সঙ্গে হার্দিকের সম্পর্কের তিক্ততা শুরু হয়েছে বলে গুঞ্জন ছড়ায়, তারপর খেলাতেও প্রভাব পড়ে মুম্বই ইন্ডিয়ানসের।
আরও পড😼়ুন-খারাপ সময়ে ‘বাবর আজম’ দল থেকে বাদ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রোষানলে ফাখর জামান!
হার্দিকের নেতৃত্বে রোহিতের খেলা নিয়ে সংশয়…
রোহিতের ফিল্ডিং পজিশন নিয়েও মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম কয়েকটা ম্যাচেই হার্দিক পান্ডিয়ার নির্দেশ দেওয়ার পদ্ধতি খুব একটা মনে ধরেনি সমর্থকদেরও। এরপরই জল্পনা ছড়ায় সূর্য, বুমরাহ, রোহিতরা একদিকে। আর হার্দিক পান্ডিয়া নিজের দলেই কার্যত এক ঘরে হয়ে পড়েছেন🗹। যদিও টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের এই ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের উন্ন✅তি হয়। তবে রোহিত শর্মা বিশ্বকাপজয়ী অধিনায়ক হয়েও হার্দিকের নেতৃত্বে খেলবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।
রোহিত কি খেলবেন আরসিবিতে, কি বললেন অশ্বিন?
এই আবহেই ভারতীয় দলে রোহিতের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে তাঁর ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে এক ভক্ত প্রশ্ন করেন, আগামী আইপিএলে কি কোনওভাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে একসঙ্গে আরসিবিতে খেলতে দেখা সম্ভব? এর উত্তরেই রবিচন্দ্রন অশ্বিন জানান, ‘যদি আপনি রোহিত শর্মাকে নিতে চান, তাহলে আগেই ২০ কোটি টাকা আলাদা করে সরিয়ে রাখতে হবে 🌌আপনাকে, রোহিতের জন্য। ’ প্রসঙ্গত মুম্বইকে অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা। এবারের আইপিএলের নিয়ম অনুযায়ী সরাসরি পাঁচজন ক্রিকেটারকে রিটেন করা যাবে এবং একটি আরটিএম কার্ডও ব্যবহার করে ক্রিকেটারকে দলে ফেরানো যাবে।