ফিল্ডার ওয়াশিংটন সুন্দরের তৎপরতা নিয়ে খুশি ছিলেন না রবীন্দ্র জাদেজা। আসলে উইলিয়াম ও'রোর্ককে রান-আউট করার সুযোগ যে ছিল, সেটা আগেই বুঝেছিলেন জাড্ডু। তবে সেই খামতি মেটানোর কৌশল হিসেবে জাদেজা বল ধরার চেষ্টা করেননি। সুন্দরের ছোঁড়া বলকে হাত দিয়ে শুধু ঠেলে দেন স্টাম্পের দিকে। তাতেই বাজিমাত। রীতিম✱তো অভাবনীয়ভাবে উইলিয়ামকে রান-আউট করেন জাদেজা।
পুণে টেস্টে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসের শেষ বেলায় তিনটি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা। সেই সঙ্গে একটি রান-আউট করেন তিনি। ৬৯.৪ ওভারে জাদেজার বলে অফ-স্টাম্পে বড় শট খেলেন গ্লেন ফিলিপস। বল চলে যায় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা ওয়াশ🅘িংটন সুন্দরের হাতে।
সুন্দর এক্ষেত্রে বিশেষ তৎপরতা দেখাননি। তিনি কার্যত ধীরে-সুস্থে বল ধরে বোলারের হাতে থ্রো করেন। ততক্ষণে দুই রানের চেষ্টায় দৌড় শুরু করেন দুই কি൩উয়ি ব্যাটার। জাদেজা তাঁর কাছে বল পৌঁছনো মাত্রই বাঁ-হাতে বলে টোকা মারার ছলে তা ঠেলে দেন স্টাম্পের দিকে। বল লেগে যায় স্টাম্পে।
ফিল্ড আম্পায়ার রান-আউট হয়েছে কিনা তা যাচাই করার জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য🦂 চান। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, বল স্টাম্পে লাগার সময় উইলিয়াম ও'রোর্কের ব্যাট ছিল ক্রিজের বাইরে। ফলে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় উইলিয়ামকে। ও'রোর্ক রান-আউট হওয়া মাত্রই নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়।
পুণে টেস্টে নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভ🧜ারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৫৬ রানে। জাদেজা প্রথম ইনিংসে ভারতের হয়ে সব থেকে বেশি ৩৮ রান করেন। ৪৬ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। সুতরাং, প্রথম ইনিংসℱের নিরিখে ১০৩ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া।
নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তোলে। জাদেজা প্রথম ইনিংসে কোনও উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ১৯.৪ ওভার বল করে ৭২ রানের বিনিময়ে ৩টি উই🐷কেট সংগ্রহ করেন। তিনি সাজঘর꧂ে ফেরান টম ব্লান্ডেল, মিচেল স্যান্টনার ও আজাজ প্যাটেলকে।
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫৯ রানের। টিম ইন্ডিয়া শেষ ইনিংসে অল-আউট হয় ২৪৫ রানে। জাদেজা দ্বিতীয় ইনিংসে ৮৪ ব🅷লে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন। তিনি ২টি চার মারেন।