শুভব্রত মুখার্জি:- ২০২৩ ওড💃িআই বিশ্বকাপের ফাইনালে হারের ব্যর্থতা দূরে সরিয়ে রেখে ২০২৪ টি-২০ বিশ্বকাপের শিরোপা জয় করেছে ভারতীয় দল। ফাইনালে তারা টানটান উত্তেজনার ম্যাচে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। ম্যাচে কার্যত পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ভারত ৭ রানের𝓰 ব্যবধানে জিতে নিয়েছে ট্রফি।
তাদের এই ট্রফি জয়ে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। নিজে যেমন ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস উপহার দিয়েছেন, তেমন দলক♐ে আক্রমণাত্মক ক্রিকেট খেলিযജ়েছেন ২২ গজে। তার ফল তিনি পেয়েছেন। আর এই ট্রফি জয়ের মধ্যে দিয়ে এক অনন্য নজির গড়ে ফেলেছেন রোহিত শর্মা।
টি-২০ ফর্ম্যাটের আꦡন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বয়স্ক অধিনায়ক হিসেবে দলের হয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের নজির গড়ে ফেলেছেন রোহিত শর্মা। এই নজিরের পাশাপাশি আরো একটি নজির রোহিত শর্মা ছুঁতে পারেননি অল্পের জন্য।🌌
সাদা বলের ফর্ম্যাটে টি-২০ হোক বা ওয়ান ডে, সবমিলিয়ে বয়স্কতম অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের নজির রয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের। তিনি ১৯৯২ সালে যখন পাকিস্তানের অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপের ট্রফিটি জেতেন তখন তাঁর বয়স ছিল ৩৯ বছর ১৭২ দিন। আর বার্বাডোজে যেদিন টি-২০'তে বিশ্বকাপ জিতল ভারত সেদিন রোহিতের বয়স ছিল ৩৭ বছর ৬০ দিন সময়। ফলে টি-২০ ফর্ম্যাটে বয়স্কতম অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের নজির গড়লেও 💧সাদা বলের ফর্ম্যাটে বয়স্কতম অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের নজির থেকেই গেল ইমরান খানের হাতে।
ঘটনাচক্রে ১৯৯২ সালের ট্রফি🐷 পাকিস্তান দল জেতার পিছনে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করেছিল। প্রথমত বৃষ্টি। দ্বিতীয় অন্যান্য দলগুলোর রেজাল্ট সেবার তাদের পক্ষে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কুখ্যাত সেমিফাই😼নাল তো এখন ইতিহাস। যেখানে বৃষ্টির পরে খেলা শুরু হলে দেখা গিয়েছে মাত্র ১ বলে জয়ের জন্য ২২ রান দরকার ছিল।
আরও পড়ুন:- Top 10 Wicket Takers: এবারের T20 বিশ্বকাপে সর্বাধিক উইকেট, সেরা ১০🌞-এ দুই ভারতীয়
অন্যদিকে ভারত অবশ্যই এই টুর্নামেন্ট অপরাজিতভাবে জিতেছে। এই বিষয়ে অন্য কোন দলের সাহায্য তাদের প্রয়োজন হয়নি। ফলে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে টি-২০ বিশ্বকাপ জিতে নয়া নজির গড়েছে তারা🦄।