ভুঁড়ি কম দেখাতে এডিট করে ছবি পোস্ট করেছিলেন রোহিত শর্মা? একটি ছবি দেখিয়ে এমনই দাবি করলেন নেটিজেনদের একাংশ। ভারত-শ্রীলঙ্কার একদিনের সিরিজের আবহে নিজের সোশ্যাল মিডিয় অ্যাকাউন্টে অ♒নুশীলনের ছবি পোস্ট 💃করেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সোশ্যাল মিডিয়া পেজেও ওরকম একটি ছবি পোস্ট করা হয়। আর দুটি ছবি দেখে নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে নিজের ছবি এডিট করে পোস্ট করেন ভারতীয় দলের অধিনায়ক, যাতে ভুঁড়ি কম দেখানো যায়। রোহিত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ওই ছবিটি ডিলিট করে দিলেও সেই আলোচনা থামেনি। যদিও পালটা নেটিজেনদের একাংশের বক্তব্য, দুটি ছবি একইরকম হলেও ‘অ্যাঙ্গেলটা’ আলাদা। আর সেজন্যই ওরকম মনে হচ্ছে।
‘নিরাপত্তাহীনতায় ভুগলে…..’, রোহিতকে 'পরামর্শ' নেটপাড়ার
রোহিতের পোস্ট ডিলিট হয়ে গেলেও ওই ছবি নিয়ে নেটিজেনদ🌄ের তর্ক থামেনি। এক নেটিজেন বলেন, ‘যদি এত নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে নিজের শরীর নিয়ে কাজ করুন।’ এক নেটিজেন সোজা বলে দেন, ‘এডিট করে ছবি পোস্ট করেছেন।’ একজন বলেন, ‘নিশ্চয়ই🥀 রোহিতের সোশ্যাল মিডিয়া টিমের কোনও সদস্য এরকম কাজ করেছেন।’
একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘যখন আপনি ফোটোশপ (ছবি এডিট করার সফটওয়্যার) জানেন, তখন জিমে যাওয়ার কী দরকার?’ অপর এক নেটি🐎জেন আব🥀ার রোহিতের ডানহাতের দিকটাও দেখতে বলেন। রোহিত যে ছবি পোস্ট করেছিলেন, সেখানে ডানহাত কিছুটা উদ্ভট লাগছিল। আর সেটা দেখিয়ে কটাক্ষ করেছেন ওই নেটিজেন। তিনি বলেন, ‘ভাঙা হাতে প্র্যাকটিসে এসেছেন রোহিত।’
অপর একজন আবার বলেন, ‘রো (রোহিতকে রো বলে ডাকেন অনেকে) ভাই, আপনি যেমন আছেন, সেটাই সেরা। স্রেফ 𝄹নিরাপত্তাহীনতায় ভুগে এরকম কাজ করবেন না। নিজে যেমন, সেটা মেনে নিন। যদি আপনি সত্যিই মনে করেন যে নিজের শরীর নিয়ে কাজ করবেন, তাহলে সম্পূর্ণ আত্মবিশ্বাস এবং অধ্যবসায় নিয়ে করুন।’ ওই পোস্টের শেষে আবার ‘লাভ’-র🀅 ইমোজিও দিয়েছেন ওই নেটিজেন।
'ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য ওরকম লাগছে'
নেটিজেনদের একাংশ যখন রোহিতকে কটাক্ষ করেছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছেন অপর অংশ। সেরকমই একজন বলেন, ‘দুটি ছবির অ্যাঙ্গেল আলাদা। তাই দুটি ছবিতে আলাদা মনে হচ্ছে।’ এক নেটিজেন আবার বলেন,🌺 ‘একটা জুম-ইন করে ছবি তোলা হয়েছে। একটা ছবি তোলা হয়েছে জুম🍌-আউট করে।’
ভারত বনাম শ্রীলঙ্কা ODI সিরিজ
এমনিতে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ দিয়েই আবার ক্রিকেটে ফিরতে চলেছেন রোহিত। গত ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবেন। আগামী♐ ৪ অগস্ট দ্বিতীয় ম্যাচ এবং আগামী ৭ অগস্ট তৃতীয় ম্যাচ আছে।