প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে পঞ্জাব কিংস। তবে বুধবার ২০২৪ আইপিএল পয়েন্ট টেবলের দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা জমিয়ে দিল প্লে-অফের সাপ-লুডোর লড়াই। এতে চাপে পড়ে গেল সঞ্জু স্যামসনরা। স্যাম কারানের লড়াইয়ের হাত ধরে এদিন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সাত বল বাকি থাকতে, ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল পঞ্জাব। আর স্যাম কারানদের জয়ে লাভবান হল কলকাতা নাইট রাইডার্স। তারা নিশ্চিত ভাবেই শীর্ষে থেকে আইপিএলের লিগ পর্ব শেষ করতে চলেছে। তাদের ছুঁয়ে ফেলার কোনও দলের, আর কোনও সম্ভাবনাই থাকল না। এদিকে রাজস্থান প্লে-অফে উঠে গেলেও, টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টে෴বলের দুই নম্বরে শেষ করার অঙ্কটা জটিল করে ফেলল।
এখন অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামেই রাজস্থান রয়্যালস তাদের হোম ম্য়াচগুলি খেলছে। আর এই মাঠই অসমের রিয়ান পরাগের আসল ঘরের মাঠ। নিজের ঘরের মাঠে বুধবার জ্বলে ওঠে রিয়ানের ব্যাট। এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে রাজস্থানের ব্যাটিং চূড়ান্ত ব্যর্থ হলেও, ভরসা জোগান একমাত্র রিয়ান। তবে আফসোস, মাত্র ২ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন তিনি। আর তꦑাঁর হাত ধরেই কোনও মতে রাজস্থান রয়্যালস নির্দিষ্ট ২০ ওভারে ৯ 🃏উইকেট হারিয়ে ১৪৪ রান করে।
আরও পড়ুন: ব্যাট করতে নামার আগে, ওর ভিডিয়ো ১০০ বার দেখেছিলাম- কোন বোলারের ভয়ে কাঁপতেন রোহ🍌িত?
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বড় ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। প্রথম ওভারের চতুর্থ বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল (৪ বলে ৪ রান)। এবার আইপিএলে যশস✱্বী হাতে গোনা ২-৩টি ম্যাচ বাদ দিলে, টানা ব্যর্থই হয়ে চলেছেন। তিনে নেমে ব্যর্থ হন দলের অধিনায়ক সঞ্জুও। ১৫ বলে ১৮ করে তিনি আউট হন। এদিকে জস বাটলারের পরিবর্ত হিসেবে এদিন যশস্বীর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ইংল্যান্ডের টম কোহলার-ক্যাডমোর। সেই ক্যাডমোরও আশা জাগাতে পারলেন না। তিনি ২৩ বলে ১৮ রান করে আউট হয়ে যান। তবে হাল ধরার চেষ্টা করেন রিয়ান পরাগ।
আরও পড়ুন: T20 World Cup-এর পরেই কি অবসর নেবেন রোহিত? নিজের ভবিষ্যৎ নিয়ে বড় 𓃲ইঙ্গিত দিলেন হিটম্যান
এদিকে রাজস্থান তাদের ব্যাটিং ভরাডুবি সামলাতে রবিচন্দ্রন অশ্বিনকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠায়। অশ্বিনই একমাত্র রিয়ানকে কিছুটা সঙ্গত করেছিলেন। চতুর্থ উইকেটে ৫০ রান যোগ করেন রিয়ান-অশ্বিন মিলে। ৩টি চার এবং ১টি ছক্কার হাত ধরে ১৯ বলে ২৮ রান করেন অশ্বিন। আর অসমের ঘরের ছেলে ৩৪ বলে ৪৮ রান করেন। শেষ ওভারে আউট হয়ে যান তিনি। রিয়ানের ইনিংসের 💞ছিল ৬টি চার। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান ট্রেন্ট বোল্ট। ৯ বলে ১২ করে র💙ানআউট হন তিনি। দলের বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন। পঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান, রাহুল চাহার এবং হর্ষাল প্যাটেল।