Prasidh Krishna: বুধবার পোচেস্ট্রামে ভারত ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মধ্যে প্রথম অনানুষ্ঠানিক ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ে ভারতের ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণা হ্যাটট্রিক করেন এবং পাঁচ উইকে🌠ট নেন। পাঁচ উইকেটে ২৯৮ রানে তৃতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’। তবে প্রসিধ কৃষ্ণা একপ্রান্ত থেকে দুরন্ত বোলিং শুরু করেন এবং চার ওভারে পাঁচ উইকেট নিয়ে নেন। ডানহাতি ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণা ১০৬ রানে জিন ডু প্লেসিকে আউট করেন। ৯৫তম ওভারের পরের বলে আউট হন ইথান বোশ। এর পর পরের ওভারের শেষ দুই বলে কার্টলিন মানিকাম ও সিয়া প্লাতজেকে ক্লিন বোল্ড করেন প্রসিধ।
তিন ব্যাটসম্যানকেই বোল্ড করেন প্রসিধ কৃষ্ণা
প্রসিধ ১১ নম্বর ব্যাটসম্যান ওদিরিলে মোদিমোকোয়ানেকে গোল্ডেন ডাকে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। তিন খেলোয়াড়কেই বোল্ড করেন প্রসিধ কৃষ্ণা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৯৮.১ ওভারে ৩১৯ রানে অলআউট হয়ে যায়। পোচেস্ট্রামে দক্ষিণ আফ্রিকা ‘A’ বিরুদ্ধে বেসরকারি সিরিজ খেলছে ভারতের এ🉐ই দল। আজ, বুধবার প্রোটিয়াদের বিরুদ্ধে ১৮.০১ ওভার বল করে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। শুধু তাই নয়, হ্যাটট্রিক করে চ🌃মকে দেন প্রসিধ।
রেকর্ড গড়লেন প্রসিধ কৃষ্ণা
প্রসিধ কৃষ্ণা দ্বিতীয় বোলার যিনি চলতি বছরে এমনটা করলেন। প্রসিধ কৃষ্ণা দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে চলতি বছরে হ্যাটট্রিক করলেন। এর আগে জয়দেব উনাদকাট সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। প্রসিধ কৃষ্ণা শুধুমাত্র ষষ্ঠ ভারতীয় বোলার যিনি ভারতের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনিই প্রথম যে ভারতীয় জার্সি গায়ে প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেনꦜ।
তাঁর আগে জসপ্রীত বুমরাহ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৯ সালের অগস্ট মাসে কিংস্টোন🍌ে হ্যাটট্রিক করেছিলেন। এই তালিকায় রয়েছে ইরফান পাঠা🌟নের নাম। যিনি করাচিতে ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে এমনটা করেছিলেন। সবার প্রথমে এমন কাজ করেছিলেন সিএস নায়ডু। ১৯৪৬ সালের ১১ মে মাসে সারের বিরুদ্ধে তিনি এমনটা করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নির্বাচিত হয়েছেন প্রসিধ কৃষ্ণা। ২৭ বছর বয়সি প্রসিধ কৃষ্ণা তার প্রথম শ্রেণির ক্যারিয়াꦡরে ২২ ইনিংসে ৫৪টি উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নির্বাচিত হয়েছেন প্রসিধ কৃষ্ণা। তবে, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের উপস্থিতির কারণে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে।
প্রসিধ কৃষ্ণার ক্রিকেট ক্যারিয়ার
প্রসিধ কৃষ্ণের আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গেলে, তি📖নি ১৭টি ওয়ানডে ম্যাচে ২৯টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা পারফরম্যান্স হল ১২ রানে চার উইকেট। ৫ টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিয়েছেন ৮টি উইকেট। তাঁর সেরা পারফরম্যান্স ৪১ রানে ৩ উইকেট। আইপিএলে ৫১ ম্যাচে নিয়েছেন ৪৯টি উইকেট। ৩০ রানে ৪ উইকেট তার সেরা পারফরম্যান্স।