জয়ের জন্য হাতে পর্যাপ্ত রদস ছিল, এমনটা বলা যাবে না মোটেও। তবে 🔯দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে পালটা লড়াই করার মতো পরিস্থিতি তৈরি করে ভারতীয়-এ দল। যদিও শেষ ইনিংসে বোলাররা চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরতে না পারায় অস্ট্রেলিয়া-এ দলের কাছে সিরিজের প্রথম বেসরকারি টেস্টে হারতে হয় রুতুরাজ গায়কোয়াড়দের। আসলে ভারতীয়-এ দলকে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে হয় এক্ষেত্রে।
জয়ের জন্য শেষ ইনিংসে অজিদের সামনে ২২৫ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় ভারতীয়-এ দল। রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া-এ দল তাদের শেষ ইনিংসে সংগ্রহ করে ৩ উইকেটে ১৩৯ রান। চতুর্থ তথা ম্যাচের শেষ দিনে তার পর থেকে পুনরায় ব্যাটিং শুরু করে অস𝔉্ট্রেলিয়া। তারা নতুন করে কোনও উইকেট না হারিয়েই অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
অস্ট্রেলিয়া-এ দল শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭৮ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন ন্যাথন ম্যাকসুইনি। তিনি ৯টি চার মারেন। ১১৭ বলে ৬১ রান করে নট-আউট থাকেন বিউ ওয়েবস্টার। তিনি ৪টি চার মারেন। এছাড়া মার্কাস হ্যারিস শেষ ইনিংসে ৩৬ রানের কার্যকরী যোগদান রাখেন। ১৬ রান করে সাজঘরে♚ ফেরেন ক্▨যামেরন ব্যানক্রফট। শেষ ইনিংসে ভারতের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেন মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণা ও মানব সুতার।
উল্লেখ্য, টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যায়। দেবদূত পাডিক্কাল ৩৬, নভদীপ সাইনি ২৩ ও সাই সুদর্শ🍨ন ২১ রান করেন। অস্ট্রেলিয়ার ব্রেন্ডন ডগেট একাই ৬টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯৫ রানে। ন্যাথন ম্যাকসুইনি ৩৯, কুপার কনলি ৩৭ ও ꦉবিউ ওয়েবস্টার ৩৩ রান করেন। মুকেশ কুমার ৬টি ও প্রসিধ কৃষ্ণা ৩টি উইকেট দখল করেন। অর্থাৎ, প্রথম ইনিং🀅সের নিরিখে ৮৮ রানে পিছিয়ে পড়ে ভারত।