বেঙ্গালুরুতে চলছে প্রথম ভারত-নিউজিল্যান্ড টেস্টের চতুর্থ দিনের খেলা। শুক্রবার বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর আজ ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। আর কিছুক্ষণ বাদেই ঘটে যাচ্ছিল বিপত্তি। সরফরাজ খান এবং ঋষভ পন্তের মধ্যে তালমিলের অভাবে ♓রান আউট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের উইকেট কিপারের থ্রো মিস হওয়ার কারণে বেঁচে যান ঋষভ পন্ত। ভাইরাল হয় সেই ভিডিয়ো। সবচেয়ে মজার বিষয় হল, ঋষভ সরফরাজের দিকে না দেখেই দৌড় লাগিয়েছিলেন। নন স্ট্রাইকার এন্ডে কার্যত লাফিয়ে লাফিয়ে ঋষভকে রান নেওয়ার জন্য মানা করতে থাকেন সরফরাজ।
নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি যখন সরফরাজ খানকে বল করেন, তখন সরফরাজ সেটিকে কাট করে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলে দিয়ে রান নেওয়ার জন্য দৌড়ায়। সেই সময় তিনি তাঁর শতরানের খুব কাছে ছিলেন। তাই দ্বিতীয় রানের জন্য ঝুঁকি নিতে চাইছিলেন না। অন্যদিকে, ঋষভ শুধুমাত্র বলের দিকে নজর রেখেছিলেন। তিনি সরফরাজের দিকে না দেখেই দ্বিতীয় রানের জন্য দৌড় দেওয়া শুꦉরু করেন। সেই সময় উল্টো প্রান্তে দাঁড়িয়ে থাকা সরফরাজ প্রাণপণ চেষ্টা করেন যাতে ঋষভ তাঁর 🍎দিকে তাঁকান এবং ক্রিজে ফেরত চলে যান। ততক্ষনে ঋষভ অনেকটা এগিয়ে এসেছিলেন। নিউজিল্যান্ডের উইকেটকিপার টম ব্লান্ডেলের কাছে সুবর্ণ সুযোগ ছিল তাঁকে রান আউট করার, কিন্তু তিনি মিস করেন। সেই যাত্রায় কোনওমতে বেঁচে যান ঋষভ।
প্রসঙ্গত, গতকালের পর আজ সকালে ভালোই ব্যাটিং শুরু করেছে ভারত। তৃতীয় দিনের শেষে বিরাট কোহলি ৭০ রানে আউট হয়ে যাওয়ার পর খেলা বন্ধ হয়ে গেছিল। ৭০ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান। আজ সেখান থেকেই শুরু করেন তিনি, দুরন্ত শতরান করে নজর কাড়লেন সকলের। অন্যদিকে সকলের চিন্তা দূর করে ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। যদিও তাঁর হাঁটুতে ব্যান্ডেজ জড়ানো রয়েছে। ভারত এখনও পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়েছে। শুক্রবার ৩টি উইকেট পড়েছিল। ৫২ বলে ৩৫ করে আউট হয়েছিলেন যশস্বী জসওয়াল, ৬৩ বলে ৫২ করে আউট হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং ১০২ বলে ৭০ করে আউট হয়েছিলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে অল আউট হয়ে গেছিল। জবাবে নিউজিল্যান্ড ৪০২ রান করেছিল।