অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই-ভোল্টেজ ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত হল ভারতের মহিলা ক্রিকেট দল। উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজে ডাক পেলেন বাংলার তিতাস সাধু। দলে ফিরেছেন বাংলার আগ্রা🐻সী উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। তবে ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিধ্বংসী মেজাজের ওপেনার শেফালি বর্মা।
বেশ কিছুদিন ধরেই পরিচিত ছন্দে নেই শেফালি। নিউজিল্যান্ডে♑র বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩৩, ১১ ও ১২ রান। তার আগে টি-২০ বিশ্বকাপেও ব্যাট হাতে ভারতীয় দলকে নির্ভরতা দিতে পারেননি তিনি। টি-🥀২০ ক্রিকেটে শেফালির পারফর্ম্যান্স তবু কিছুটা ভালো। তবে শেষ ১২টি ওয়ান ডে ম্যাচে শেফালি একবারও হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে পারেননি। সঙ্গত কারণেই জাতীয় নির্বাচকরা শেফালিকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা দিয়ে রাখলেন।
উল্লেখ্য, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দলে ছ🅘িলেন না তিতাস। বোর্ড পরীক্ষার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন রিচা। পরীক্ষার পরে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ফিরলেন তিনি।
রিচা দলে ফেরায় বাদ পড়েন উইকেটকিপার উমা ছেত্রী। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে অজি সফরের ভারতীয় স্কোয়াডে রয়েছেন যস্তিকা ভাটিয়া, যিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় মহিলা বিগ ব্যাশ লিগে ব্যস্𒉰ত রয়েছেন।
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন দয়ালান হেমলতা, সায়লি সাতঘরে ও শ্রেয়াঙ্কা পাতিল। নিউজিল্যান্ড সিরিজের দ💫ল ঘোষণার সময় পূজা বস্ত্রকারকে বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে অজি সফরের ওয়ান ডে স্কোয়াডেও নেই পূজা। এবার তাঁর দলে না থাকার কোনও কারণ জানানো হয়নি বিসিসিআইয়ের তরফে। অভিজ্ঞ অর🐽ুন্ধতী রেড্ডি জায়গা ধরে রেখেছেন ভারতীয় স্কোয়াডে।
অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা🌠 (ভাইস ক্যাপ্টেন), প্রিয়া পুনিয়া, জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মনি, প্রিয়া মিশ্র, রাধা যাদব, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর ও সাইমা ঠাকর।
ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ
প্রথম ওয়ান ডে- ৫ ডিসেম্বর (ব্রিসবেন, সকাল ৯টা ৫০)।দ্বিতীয় ওয়ান ডে- ৮ ডিসেম্বর (ব্রিসবেন, ভোর ৫টা ১৫)।তৃতীয় ওয়ান ডে- ১১ ডিসেম্বর (পার্থ, সকাল ৯টা ৫০)।