দেশের মাটিতে প্রথমবার ১০ উইকেটে হেরেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে পর্যুদস্ত হয়েছে পাক শিবির। মাত্র ৩০ রান তাড়া করতে নেমে প্রথম টেস্টে পঞ্চম দিনে সহজেই সে🐷ই রান তুলে নেয় বাংলাদেশ দল। একটা সময় মনে হয়েছিল এই টেস্ট জিতবে পাকিস্তানই। কিন্তু উলটপুরান ক🦩রে দেখান মুশফিকুর রহিম, লিটন দাস, মেহদি হাসান মিরাজরা। ম্যাচে দ্বিশতরান থেকে মাত্র ৯ রান দূরে থেমে যায় বাংলাদেশের মুশফিকুর রহিমের ইনিংস। যদিও ম্যাচ জয়ের ক্ষেত্রে কিন্তু আরও বেশি অবদান রয়েছে মেহদি হাসান মিরাজের। কারণ ব্যাট হাতে ৭৭ রান করার পাশাপাশি পঞ্চম দিনে পাকিস্তানের বিরুদ্ধে ৪টি উইকেটও নেন তিনি, যার ফলে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। আর এরই মধ্যে বিতর্কে জড়ালেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহী🥃ন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের লজ্জাজনক হারের পর একটি ভিডিয়ো সোশাল মিꦓডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে লজ্জাজনক হারের সামনে দাঁড়িয়ে থাকা পাকিস্তান দলের অধিনায়ক ড্রেসিং রুমে বসে হাসাহাসি করছেন। আর পাশেই গম্ভির মুখে বসে রয়েছেন তাঁদের কোচ জ্যাসন গিলেসপি। অধিনায়কের এই মানসিকতা দেখে বেজায় বিরক্ত পাকিস্তানের ক্রিকেꦓটভক্তরা।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাত📖া লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
এমনিতেই ২০২৩ ওডিআই বিশ্বকাপ তেমন ভালো যায়নি পাকিস্তানের। ২০২৪ টি২০ বিশ্বকাপেও পাকিস্তান গ্রুপ স্টেজ থেকে ছিটকে যায়। গত দুবারে একবারও টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠেনি পাক দল। আর এরই মধ্যে দেশের মাটিতে বাংলাদেশের বিপ🌌ক্ষে প্রথমবার হেরে বেজায় চাপে পাকিস্তান। এরই মধ্যে বাবর আজমদের ব্যর্থতার পাশাপাশি শান মাসুদের গাছাড়💧া মনোভাব নিয়েও সমালোচনা শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দা🔜ন্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
শান মাসুদের কদিন আগে আরেকটি ভিডিয়ো সামনে এসেছিল, যেখানে দেখা গেছিল কোচ জ্যাসন গিলেসপির সঙ্গে কোনও বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করতে। অর্থাৎ গিলেসপির কোনও কথা তাঁর পছন্দ নাও হয়ে থাকতে পারে। আর দেশের মাটিতে হারের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের অধিনায়কের এমন মানসিকতা কিছুতেই ♎মেনে নিতে পারছেন না সেদেশের ক্রিকেটমহল। প্রসঙ্গত ২০২১ সালে দঃ আফ্রিকার বিপক্ষে শেষবার ঘরের মাঠে টেস্ট ম্যাচ জিতেছিল দঃ আফ্রিকা শিবির, এরপর থেকে এখনও পর্যন্ত আর টেস্ট জিততে পারেনি।